Ajker Patrika

এক পরিবারের পাঁচজনসহ ছয় পরিবারের ১৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৪, ২১: ২৭
Thumbnail image

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ ছয় পরিবারের ১৫ জন নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই এ ভবনের রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন।

আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে বসানো ঢাকা জেলা পরিষদের তথ্য ও নিহত স্বজনদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন সৈয়দ মোবারক হোসেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনিসহ পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছেন। নিহতরা হলেন—সৈয়দ মোবারক হোসেন (৪৮), তাঁর স্ত্রী স্বপ্না আক্তার, দুই মেয়ে সৈয়দা ফাতেমা তুজ জহুরা কাশপিয়া (১৬), আমেনা আক্তার নূর ও ছেলে সৈয়দ আব্দুল্লাহ (৮)। 

দুর্ঘটনায় মারা যান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা লুৎফুর নাহার করিম ও তাঁর মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি তাজরিন নিকিতা। 

রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা পপি রায় (৩৩) দুই ছেলেমেয়েকে নিয়ে গতকাল কাচ্চি ভাইয়ে যান। ছেলে আহত হলেও আগুনে পুড়ে মারা যান তিনি ও তাঁর মেয়ে সম্পূর্ণ পোদ্দার (১২)। 

গতকালের ঘটনায় নিহত হন নাজিয়া আক্তার (৩১) ও তাঁর ছেলে আরহান মোস্তফা আহমেদ (৬), মতিঝিল এজিবি কলোনির মেহেরা কবির দোলা (২৯) ও তাঁর বোন মাইশা কবির মাহি (২১), মালিবাগের রুবি রায় (৪৮) ও তাঁর মেয়ে প্রিয়াঙ্কা রায় (১৮)। 

এদিকে আজ বিকেলে সুফিয়া নামের এক নারী তাঁর বোন ও ভাগনের খোঁজ করতে আসেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। নিখোঁজেরা হলেন—রাজধানীর উত্তর বাড্ডার ফারহিন খান সাথী (২৮), তাঁর দুই ছেলে তাসিফ (১৪) ও নাহিয়ান (১২)। তাঁরা দুজনই খিলগাঁও সরকারি স্কুলের ছাত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত