Ajker Patrika

সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোক্তার, সম্পাদক মাসুদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মুন্সিগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাব নির্বাচনে মোহাম্মদ মোক্তার হোসেন সভাপতি ও আব্দুল্লাহ আল মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সিরাজদিখান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

২০২৪-২৬ দুই বছর মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন এমদাদুল হক পলাশ এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাইদুল ইসলাম অপু ও আনোয়ার হোসেন বাদল।

নির্বাচনে সালাউদ্দিন সালমান সহ-সভাপতি, গোলাম মোস্তফা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এর আগে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হাজী নাজমুল মোল্লা যুগ্ম-সাধারণ সম্পাদক, আজাদ নাদভী সাংগঠনিক সম্পাদক, আজিম হাওলাদার দপ্তর ও প্রচার সম্পাদক, সুলতানা আক্তার সাহিত্য সমাজ কল্যাণ সম্পাদক, মো. মিজানুর রহমান ক্রীড়া ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক, সৈয়দ মাহমুদ হাসান মুকুট ১ নম্বর কার্যকরী সদস্য, আসলাম মোল্লা ৩ নম্বর কার্যকরী সদস্য ও আরিফ হোসেন হারিছ ৪ নম্বর কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ২ নম্বর কার্যকরী সদস্য পদে মনোনয়ন পত্রে প্রার্থীর স্বাক্ষর না থাকায় প্রার্থিতা বাতিল হওয়ায় পদটি শূন্য রয়েছে। সিরাজদিখান প্রেসক্লাবের প্রথম সভায় আলোচনা সাপেক্ষে শূন্য পদে যেকোনো একজনকে নির্বাচিত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত