Ajker Patrika

মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার্থে ছাত্রলীগ রাস্তায় নেমেছে: সাধারণ সম্পাদক ইনান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮: ৫৩
মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার্থে ছাত্রলীগ রাস্তায় নেমেছে: সাধারণ সম্পাদক ইনান

মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার্থে ছাত্রলীগ রাস্তায় নেমেছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে রাস্তায় নেমেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার স্বার্থে নেমেছি।’ 

আজ সোমবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ইনান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০০ শিক্ষার্থীর ওপর এই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তারা ছদ্মবেশে মেয়েদের ওপরে হামলা করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা এই ধরনের ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’ 

ইনান আরও বলেন, ‘আমরা সব সময় বলেছি, আমরা কোটার যৌক্তিক সংস্করণ চাই। আমরা আশা করছি, এর একটি যৌক্তিক সংস্কার হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত