Ajker Patrika

‌বি‌ধি‌নি‌ষেধহীন রাজধানীর প্রথম সকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১১: ০০
‌বি‌ধি‌নি‌ষেধহীন রাজধানীর প্রথম সকাল

টানা ১৪ দিন পর রাজধানীর সড়কে নেমেছে গণপরিবহনসহ অন্য সব যান। রাজধানী যেন হারিয়ে যাওয়া রূপ ফিরে পেয়েছে। সেই সঙ্গে ফিরে এসেছে শহরের কোলাহল। পেশাজীবীরা ছুটছেন কর্মস্থলে। কেউবা যাচ্ছেন ঢাকার বাইরে গ্রামের বাড়িতে। 

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান নিষেধাজ্ঞা আট দিনের জন্য শিথিল করেছে সরকার। শিথিল হওয়ার প্রথম সকালে রাজধানীর দৃশ্য এমনটাই ছিল।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মধ্যবাড্ডা, গুলশান, শাহজাদপুর, কুড়িল, মহাখালী এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কে তীব্র যানজট। গণপরিবহনসহ অন্য সব যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। 

বিধিনিষেধ তুলে নিয়ে স্বাভাবিক করায় স্বস্তির পাশাপাশি শঙ্কার কথাও বলছেন নগরীর কর্মজীবীরা। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা শায়রুল বলেন, ‘এত দিন পর কাজে যাচ্ছি। ভালোই লাগছে। তবে এভাবে লকডাউন তুলে নেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’

মধ্যবাড্ডায় স্টারলাইন কাউন্টারে ফেনী যাওয়ার উদ্দেশে বাসের অপেক্ষায় বসে থাকা মিজান বলেন, ‘ঈদের আগে লকডাউন তুলে দেওয়ায় ভালো হয়েছে। আমাদের তো বাড়ি যাওয়া লাগবে। কিন্তু ঈদের পর কীভাবে আসব, সেই চিন্তা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত