Ajker Patrika

বন্ধুকে ইয়াবা ‘উপহার’ দিতে গিয়ে গ্রেপ্তার ২ কলেজ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বন্ধুকে ইয়াবা ‘উপহার’ দিতে গিয়ে গ্রেপ্তার ২ কলেজ শিক্ষার্থী

রাজধানীর মিরপুরে হেডফোনের মোড়কে বন্ধুর কাছে ইয়াবা ‘উপহার’ পাঠানোর অভিযোগে দুই কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে মিরপুর মডেল থানার ৬ নম্বর সেকশনের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ২য় তলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থী হলেন মো. জাহিদ হাসান দিপু (২০) ও মো. সোহান আলী (২০)। তাঁরা দুজনই একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার দুজন ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড এন্ড টেকনোলজি নামের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা একই মেসে থাকতেন। সেখানেই তাদের বন্ধুত্ব। বর্তমানে তাদের কলেজ বন্ধ থাকায় এক বন্ধু চলে যান মেহেরপুর। সেই বন্ধুর জন্যই উপহার হিসেবে ইয়াবা পাঠাচ্ছিলেন দিপু ও সোহান। 

কেউ যাতে সন্দেহ না করে তাই তারা ওয়ান প্লাস ব্রান্ডের বুলেটস ওয়ারলেস জেড-২ ইয়ারফোনের মোড়কে ইয়াবাগুলো পাঠাচ্ছিলেন। ঝুঁকি এড়াতে তারা সেই প্যাকেট নিয়ে যান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কিন্তু কুরিয়ার সার্ভিসের কর্মীদের সন্দেহ হলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এরপর ইয়ারফোনের প্যাকেট খুলে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

ওসি মোহাম্মদ মহসীন আরও জানান, আটকের পরই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সিএমএম কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত