Ajker Patrika

পিকআপ ভ্যানে বাসের ধাক্কা, নারী-শিশুসহ আহত ১১

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যানের ১১ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ তারাব বিশ্বরোড যাত্রামোড়া এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন শিল্পী রানী দাস (২২), ঈশান দাস (৬), শ্রুতি রানী দাস (৮ মাস), সুনেত্রা রানী দাস (৪৭), চায়না রানী দাস (৫০), ছোঁয়া রানী দাস (৫০), ছায়া রানী দাস (৭), বাসন্তী রানী (৪৬), বিশ্বনাথ দাস (৫৩), অমূল্য দাস (৫৭) ও মিলনী রানী দাস (৫০)।

আহত শিল্পী রানীর স্বামী সোহাগ দাস জানান, তাঁদের বাসা ডেমরা কায়েতপাড়া এলাকায়। আহতরা সবাই সবার আত্মীয়। আজ সকালে কুমিল্লার লাঙ্গলবন্দে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান গঙ্গাস্নানে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে একটি পিকআপে ডেমরায় আসছিলেন। তারাব বিশ্বরোড যাত্রামোড়া এলাকায় এলে একটি বাস তাঁদের পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে তাঁরা সবাই আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. মাসুদ আলম জানান, রূপগঞ্জ তারাব বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় ১১ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে নারী-শিশু রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তিনজনের অবস্থা গুরুতর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত