Ajker Patrika

স্তূপ থেকে ভালো কাপড় ও লোহা খুঁজে নিয়ে যাচ্ছে অনেকে  

ফারুক ছিদ্দিক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৩: ০৯
Thumbnail image

বঙ্গবাজারে সাতটি মার্কেটের ৫ হাজারের বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই পোড়া স্তূপে টোকাই, ফেরিওয়ালা আর ছিন্নমূল নারী ও পথশিশুরা খুঁজছে লোহা, টিনের বিভিন্ন বস্তু আর কাপড়চোপড়। 

মরিয়ম আক্তার নামের এক ছিন্নমূল নারী ছাইয়ের মধ্যে কিছু খোঁজাখুঁজি করছিলেন। স্তূপের ভেতরে ভালো কোনো কাপড় খুঁজে পাচ্ছেন কি না, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমাগো কি কোনো হক নেই? আমরা গরিব, ভিক্ষা করে খাই, পথেঘাটে থাকি, এইখানোত্তুন কিছু লইয়েরে যদি কাঁথামোথা সেলাইতে পারি, তো সমস্যা কী? পাশে আরেক নারী এসে মরিয়মের উদ্দেশে বলেন, ‘মানুষ তাদের দোকানপাটের জন্য হাহাকার করতেছে, আপনি এসব কী করেন? আল্লাহবিল্লা করেন।’ তখন মরিয়ম বলেন, ‘এই বেডি। ভালা মারাইস না, আমাগো নাই তাই নিতাছি, তদের আছে তাই লাগব না। আমারে কস, কিন্তু ওই বেডারা লোহা নিয়া যাইতেছে, তাদের একটু ক তো, পারোস কিনা দেখি।’ 

স্তূপ থেকে ভালো কাপড় ও লোহা খুঁজে নিয়ে যাচ্ছে অনেকেলোহা টেনে টেনে নিয়ে যাচ্ছে আহমদ হোসেন নামের এক যুবক। জিজ্ঞেস করলে বলেন, ‘লোহালক্কড় বেইচা টাকা পামু। টাকার জন্য করতেছি।’ কিন্তু এখানে তো আপনার দোকান নেই, কেন আপনি নিয়ে যাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারের জিনিস নিচ্ছি। তাতে কিছু বললে সরকারের লোকজন বলুক।’ 

লোহাজাতীয় বিভিন্ন বস্তুর একটি বস্তা টেনে নিয়ে যাচ্ছে আলামীন হোসেন নামের এক পথশিশুলোহাজাতীয় বিভিন্ন বস্তুর একটি বস্তা টেনে নিয়ে যাচ্ছে আলামীন হোসেন নামের এক পথশিশু। আলামীন বলে, ‘এত কথা বুঝি না ভাই—বেচমু, টাকা পামু। আপনাকে এসব কমু কেন?’ 

গতকাল মঙ্গলবার পুড়ে ছাই হয়ে যাওয়া সাতটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। আজ বুধবার সকাল থেকে এনেক্সকো ভবন থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ছিটানো হচ্ছে পানি।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত