ফারুক ছিদ্দিক, ঢাকা
বঙ্গবাজারে সাতটি মার্কেটের ৫ হাজারের বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই পোড়া স্তূপে টোকাই, ফেরিওয়ালা আর ছিন্নমূল নারী ও পথশিশুরা খুঁজছে লোহা, টিনের বিভিন্ন বস্তু আর কাপড়চোপড়।
মরিয়ম আক্তার নামের এক ছিন্নমূল নারী ছাইয়ের মধ্যে কিছু খোঁজাখুঁজি করছিলেন। স্তূপের ভেতরে ভালো কোনো কাপড় খুঁজে পাচ্ছেন কি না, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমাগো কি কোনো হক নেই? আমরা গরিব, ভিক্ষা করে খাই, পথেঘাটে থাকি, এইখানোত্তুন কিছু লইয়েরে যদি কাঁথামোথা সেলাইতে পারি, তো সমস্যা কী? পাশে আরেক নারী এসে মরিয়মের উদ্দেশে বলেন, ‘মানুষ তাদের দোকানপাটের জন্য হাহাকার করতেছে, আপনি এসব কী করেন? আল্লাহবিল্লা করেন।’ তখন মরিয়ম বলেন, ‘এই বেডি। ভালা মারাইস না, আমাগো নাই তাই নিতাছি, তদের আছে তাই লাগব না। আমারে কস, কিন্তু ওই বেডারা লোহা নিয়া যাইতেছে, তাদের একটু ক তো, পারোস কিনা দেখি।’
লোহা টেনে টেনে নিয়ে যাচ্ছে আহমদ হোসেন নামের এক যুবক। জিজ্ঞেস করলে বলেন, ‘লোহালক্কড় বেইচা টাকা পামু। টাকার জন্য করতেছি।’ কিন্তু এখানে তো আপনার দোকান নেই, কেন আপনি নিয়ে যাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারের জিনিস নিচ্ছি। তাতে কিছু বললে সরকারের লোকজন বলুক।’
লোহাজাতীয় বিভিন্ন বস্তুর একটি বস্তা টেনে নিয়ে যাচ্ছে আলামীন হোসেন নামের এক পথশিশু। আলামীন বলে, ‘এত কথা বুঝি না ভাই—বেচমু, টাকা পামু। আপনাকে এসব কমু কেন?’
গতকাল মঙ্গলবার পুড়ে ছাই হয়ে যাওয়া সাতটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। আজ বুধবার সকাল থেকে এনেক্সকো ভবন থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ছিটানো হচ্ছে পানি।
আরও খবর পড়ুন:
বঙ্গবাজারে সাতটি মার্কেটের ৫ হাজারের বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই পোড়া স্তূপে টোকাই, ফেরিওয়ালা আর ছিন্নমূল নারী ও পথশিশুরা খুঁজছে লোহা, টিনের বিভিন্ন বস্তু আর কাপড়চোপড়।
মরিয়ম আক্তার নামের এক ছিন্নমূল নারী ছাইয়ের মধ্যে কিছু খোঁজাখুঁজি করছিলেন। স্তূপের ভেতরে ভালো কোনো কাপড় খুঁজে পাচ্ছেন কি না, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমাগো কি কোনো হক নেই? আমরা গরিব, ভিক্ষা করে খাই, পথেঘাটে থাকি, এইখানোত্তুন কিছু লইয়েরে যদি কাঁথামোথা সেলাইতে পারি, তো সমস্যা কী? পাশে আরেক নারী এসে মরিয়মের উদ্দেশে বলেন, ‘মানুষ তাদের দোকানপাটের জন্য হাহাকার করতেছে, আপনি এসব কী করেন? আল্লাহবিল্লা করেন।’ তখন মরিয়ম বলেন, ‘এই বেডি। ভালা মারাইস না, আমাগো নাই তাই নিতাছি, তদের আছে তাই লাগব না। আমারে কস, কিন্তু ওই বেডারা লোহা নিয়া যাইতেছে, তাদের একটু ক তো, পারোস কিনা দেখি।’
লোহা টেনে টেনে নিয়ে যাচ্ছে আহমদ হোসেন নামের এক যুবক। জিজ্ঞেস করলে বলেন, ‘লোহালক্কড় বেইচা টাকা পামু। টাকার জন্য করতেছি।’ কিন্তু এখানে তো আপনার দোকান নেই, কেন আপনি নিয়ে যাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারের জিনিস নিচ্ছি। তাতে কিছু বললে সরকারের লোকজন বলুক।’
লোহাজাতীয় বিভিন্ন বস্তুর একটি বস্তা টেনে নিয়ে যাচ্ছে আলামীন হোসেন নামের এক পথশিশু। আলামীন বলে, ‘এত কথা বুঝি না ভাই—বেচমু, টাকা পামু। আপনাকে এসব কমু কেন?’
গতকাল মঙ্গলবার পুড়ে ছাই হয়ে যাওয়া সাতটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। আজ বুধবার সকাল থেকে এনেক্সকো ভবন থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ছিটানো হচ্ছে পানি।
আরও খবর পড়ুন:
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৬ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১০ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
১৫ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
১৮ মিনিট আগে