ফারুক ছিদ্দিক, ঢাকা
বঙ্গবাজারে সাতটি মার্কেটের ৫ হাজারের বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই পোড়া স্তূপে টোকাই, ফেরিওয়ালা আর ছিন্নমূল নারী ও পথশিশুরা খুঁজছে লোহা, টিনের বিভিন্ন বস্তু আর কাপড়চোপড়।
মরিয়ম আক্তার নামের এক ছিন্নমূল নারী ছাইয়ের মধ্যে কিছু খোঁজাখুঁজি করছিলেন। স্তূপের ভেতরে ভালো কোনো কাপড় খুঁজে পাচ্ছেন কি না, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমাগো কি কোনো হক নেই? আমরা গরিব, ভিক্ষা করে খাই, পথেঘাটে থাকি, এইখানোত্তুন কিছু লইয়েরে যদি কাঁথামোথা সেলাইতে পারি, তো সমস্যা কী? পাশে আরেক নারী এসে মরিয়মের উদ্দেশে বলেন, ‘মানুষ তাদের দোকানপাটের জন্য হাহাকার করতেছে, আপনি এসব কী করেন? আল্লাহবিল্লা করেন।’ তখন মরিয়ম বলেন, ‘এই বেডি। ভালা মারাইস না, আমাগো নাই তাই নিতাছি, তদের আছে তাই লাগব না। আমারে কস, কিন্তু ওই বেডারা লোহা নিয়া যাইতেছে, তাদের একটু ক তো, পারোস কিনা দেখি।’
লোহা টেনে টেনে নিয়ে যাচ্ছে আহমদ হোসেন নামের এক যুবক। জিজ্ঞেস করলে বলেন, ‘লোহালক্কড় বেইচা টাকা পামু। টাকার জন্য করতেছি।’ কিন্তু এখানে তো আপনার দোকান নেই, কেন আপনি নিয়ে যাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারের জিনিস নিচ্ছি। তাতে কিছু বললে সরকারের লোকজন বলুক।’
লোহাজাতীয় বিভিন্ন বস্তুর একটি বস্তা টেনে নিয়ে যাচ্ছে আলামীন হোসেন নামের এক পথশিশু। আলামীন বলে, ‘এত কথা বুঝি না ভাই—বেচমু, টাকা পামু। আপনাকে এসব কমু কেন?’
গতকাল মঙ্গলবার পুড়ে ছাই হয়ে যাওয়া সাতটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। আজ বুধবার সকাল থেকে এনেক্সকো ভবন থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ছিটানো হচ্ছে পানি।
আরও খবর পড়ুন:
বঙ্গবাজারে সাতটি মার্কেটের ৫ হাজারের বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই পোড়া স্তূপে টোকাই, ফেরিওয়ালা আর ছিন্নমূল নারী ও পথশিশুরা খুঁজছে লোহা, টিনের বিভিন্ন বস্তু আর কাপড়চোপড়।
মরিয়ম আক্তার নামের এক ছিন্নমূল নারী ছাইয়ের মধ্যে কিছু খোঁজাখুঁজি করছিলেন। স্তূপের ভেতরে ভালো কোনো কাপড় খুঁজে পাচ্ছেন কি না, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমাগো কি কোনো হক নেই? আমরা গরিব, ভিক্ষা করে খাই, পথেঘাটে থাকি, এইখানোত্তুন কিছু লইয়েরে যদি কাঁথামোথা সেলাইতে পারি, তো সমস্যা কী? পাশে আরেক নারী এসে মরিয়মের উদ্দেশে বলেন, ‘মানুষ তাদের দোকানপাটের জন্য হাহাকার করতেছে, আপনি এসব কী করেন? আল্লাহবিল্লা করেন।’ তখন মরিয়ম বলেন, ‘এই বেডি। ভালা মারাইস না, আমাগো নাই তাই নিতাছি, তদের আছে তাই লাগব না। আমারে কস, কিন্তু ওই বেডারা লোহা নিয়া যাইতেছে, তাদের একটু ক তো, পারোস কিনা দেখি।’
লোহা টেনে টেনে নিয়ে যাচ্ছে আহমদ হোসেন নামের এক যুবক। জিজ্ঞেস করলে বলেন, ‘লোহালক্কড় বেইচা টাকা পামু। টাকার জন্য করতেছি।’ কিন্তু এখানে তো আপনার দোকান নেই, কেন আপনি নিয়ে যাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারের জিনিস নিচ্ছি। তাতে কিছু বললে সরকারের লোকজন বলুক।’
লোহাজাতীয় বিভিন্ন বস্তুর একটি বস্তা টেনে নিয়ে যাচ্ছে আলামীন হোসেন নামের এক পথশিশু। আলামীন বলে, ‘এত কথা বুঝি না ভাই—বেচমু, টাকা পামু। আপনাকে এসব কমু কেন?’
গতকাল মঙ্গলবার পুড়ে ছাই হয়ে যাওয়া সাতটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। আজ বুধবার সকাল থেকে এনেক্সকো ভবন থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ছিটানো হচ্ছে পানি।
আরও খবর পড়ুন:
মেহেরপুরের গাংনীতে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি অবৈধ সচল ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর। গতকাল বুধবার রাতে উপজেলার হিজলবাড়ী বটতলার মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মাদরাসায় গরু জবাই করে মাংস কাটার সময় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইশতিয়াক মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
১ ঘণ্টা আগেপ্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই ছিদ্দিক ছুটে যান খেয়াঘাটে। পদ্মার পানি, স্রোত এবং বাতাসের গতিবিধি দেখেই তিনি দিনের কাজের হিসাব কষেন। কখনো শান্ত নদী তাকে স্বস্তি দেয়, আবার কখনো উত্তাল ঢেউ নিয়ে আসে দুশ্চিন্তা। যখন পদ্মায় পানি থাকে না, তখন সংসার চালাতে তাকে দিনমজুরের কাজ করতে হয়।
২ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ পেতে, গাছের গুড়ি ফেলে অবরোধ করেছেন হরতাল সমর্থনকারীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন সড়কের অন্তত ১৩৪টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন...
২ ঘণ্টা আগে