Ajker Patrika

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ যুবকের

টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ২১
সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ যুবকের

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইলের হরিপুর হাজীনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার।

নিহতরা হলেন ঘাটাইল উপজেলার লাউয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোনা মিয়া (২২), অষ্টোচল্লিশা গ্রামের আব্দুল বাছেদের ছেলে আলমগীর হোসেন (২৫) এবং ধনবাড়ী উপজেলার হবিপুর পানকাতা গ্রামের আবুল হোসেনের শামীম হোসেন (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তিনজনই ওয়ার্কশপের শ্রমিক। তাঁরা উপজেলার বীর ঘাটাইলের একটি ওয়ার্কশপে কাজ করতেন। গতকাল রাতে তিনজন টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন।

পথে তাঁদের মোটরসাইকেলটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর হাজীনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের লোকজন এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলটির গতি ছিল বেপরোয়া। মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত