Ajker Patrika

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, আ.লীগ নেতা কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি
জাকির হোসেন। ছবি: সংগৃহীত
জাকির হোসেন। ছবি: সংগৃহীত

প্রেমের ফাঁদে ফেলে কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার শ্রীনগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার শ্রীনগর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল ভুক্তভোগী বাদী হয়ে জাকির হোসেনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেছেন। পরে রাতে তাকে গ্রেপ্তার করার পর আজ আদালতে সোপর্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার শ্রীনগর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছিলেন জাকির হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী।

এতে জাকির হোসেন অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী। পরে স্বজনেরা তাঁকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত