Ajker Patrika

চট্টগ্রাম-১৬: প্রার্থিতা বাতিল হওয়া মোস্তাফিজের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রাম-১৬: প্রার্থিতা বাতিল হওয়া মোস্তাফিজের রিট খারিজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

আজ বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। 

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। শামীম আজিজ আজকের পত্রিকাকে বলেন, মোস্তাফিজুর রহমান প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ এবং গেজেট স্থগিত চেয়েছিলেন। তবে আদালত তার আবেদন খারিজ করে দিয়েছেন। 

গত ৭ জানুয়ারি ভোটগ্রহণের শেষ পর্যায়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মোস্তাফিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত