Ajker Patrika

ডেমরায় বাউন্ডারি দেয়াল থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
ডেমরায় বাউন্ডারি দেয়াল থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর ডেমরা কোনোপাড়ায় খেলার সময় বাউন্ডারি দেয়ালের ওপর থেকে পড়ে রাইসা আহমেদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে শিশুটির বাবা রুবেল হোসেন জানান, তাদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মৌজা শোলমারি গ্রামে। তিনি নিজে ঠিকাদারি করেন। রাইসার মা রানু আক্তার গৃহিণী। দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিল রাইসা। পরিবার নিয়ে ডেমড়া কোনাপাড়া আলামিন রোডের একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকে।

রুবেল আরও জানান, বিকেলে তিনি কাজে ছিলেন। বাসার ভেতর খেলা করছিল রাইসা। তার মা কাপড় ধোয়ার কাজ করছিলেন। এ সময় বাসা থেকে একাই বেরিয়ে যায় রাইসা। কিছুক্ষণ পর তার মা তাকে দেখতে না পেয়ে বাসায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তখন বাউন্ডারির দেয়ালের বিপরীত পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাদের খবর দিলে সেখান থেকে রাইসাকে হাসপাতালে নেওয়া হয়।

তাদের ধারণা বাসার ছোট বাউন্ডারি দেয়ালের ওপরে ওঠে খেলা করার সময় সেখান থেকে বাইরের দিকে স্ল্যাবের ওপর পড়ে গিয়েছিল রাইসা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ডেমরায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনেরা জানিয়েছেন বাসার পাশে ছোট বাউন্ডারি দেয়াল থেকে পড়ে গিয়েছিল। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত