Ajker Patrika

১০ ডিসেম্বর পুলিশকে মারধর করার অভিযোগে ইশরাকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৯: ৫৬
১০ ডিসেম্বর পুলিশকে মারধর করার অভিযোগে ইশরাকের বিরুদ্ধে মামলা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশ সদস্যদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। বিস্ফোরক আইনে পুলিশের করা এই মামলায় ইশরাক এক নম্বর আসামি। তিনি ছাড়াও আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।

আজ সোমবার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ইশরাক ছাড়াও আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নবীউল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি পাভেল শিকদার, বিএনপি নেতা মো. জামসেদুল আলম শ্যামল, যুগ্ম-আহ্বায়ক মো. জাকির হোসেন জিকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রাইসুল হাসান হবি, বিএনপির নেতা শুভ হাসান বাবু ও মো. কাউসার খানসহ অজ্ঞাত কয়েকজন।

 মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে পুলিশের কাজে বাধা প্রদান, বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধর করেছেন বিএনপির নেতা ইশরাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত