Ajker Patrika

১০ দিন পর দেশে আসার কথা ছিল রুবেলের, ফিরবেন তবে লাশ হয়ে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১০ দিন পর দেশে আসার কথা ছিল রুবেলের, ফিরবেন তবে লাশ হয়ে

আগামী ১০ আগস্ট দেশে আসার কথা ছিল সাঁইত্রিশ বছরের ব্যক্তি মো. রুবেল মিয়ার। তিনি দেশে ফিরবেন ঠিকই তবে জীবিত নয়, লাশ হয়ে। পরিবারের জন্য কেনাকাটা শেষ করে রুমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মালদ্বীপ প্রবাসী রুবেল। গতকাল বুধবার সন্ধ্যায় মালদ্বীপে তিনি মারা যান। 

রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। দীর্ঘ ৮-৯ বছর ধরে তিনি মালদ্বীপে রয়েছেন। স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া আট থেকে নয় বছর ধরে মালদ্বীপে রয়েছেন। পাঁচ-ছয় মাস আগে তিনি ছুটি কাটিয়ে মালদ্বীপ ফিরে যান। আগামী ১০ আগস্ট তাঁর ফের দেশে আসার কথা ছিল। এ কারণে পরিবারের জন্য কেনাকাটাও করেন। বুধবার সেখানকার মার্কেট থেকে কেনাকাটা শেষে নিজ কক্ষে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন রুবেল। স্ট্রোকজনিত কারণে মারা যান। 

১০ তারিখ তার আর দেশে ফেরা হবে না রুবেলের। লাশ হয়ে কফিনে ফিরবেন। তাঁর মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম। 

নিহতের চাচাতো ভাই দিদার মিয়া বলেন, ‘রুবেল চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। আগামী ১০ আগস্ট তাঁর দেশে আসার কথা। কিন্তু জীবিত আর আসা হচ্ছে না। আসবেন মৃত হয়ে কফিনে। মালদ্বীপে থাকা তার অপর এক ভাইয়ের মাধ্যমে পরিবারের কাছে রুবেলের মৃত্যু খবর আসে। এতে পরিবারের লোকজন শোকে কাতর হয়ে বিলাপ করছেন। পুরো পরিবার ও এলাকাজুড়ে চলছে মাতম।’ 

চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, ‘প্রবাসী রুবেল মিয়ার মৃত্যুর খবর শুনেছি। শোকাহত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়ি যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত