Ajker Patrika

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২: ৪০
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ঢাকায় গ্রেপ্তার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে রাজধানীর একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুর রাজ্জাককে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’ 

আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। পরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে কৃষি গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অবসরে যান। চাকরি থেকে অবসরের পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। 

২০০১ সালে তিনি টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর তিনি আওয়ামী লীগের কৃষি সম্পাদক হন। ২০০৮ সালে একই আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। ২০১২ সালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আলাদা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১৪ সালের মন্ত্রিসভা থেকে বাদ পড়েন রাজ্জাক। 

২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর দায়িত্ব পান আব্দুর রাজ্জাক। ২০১৮ সালের নির্বাচনের পরে তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। দ্বাদশ নির্বাচনের পরে গঠিত মন্ত্রিসভা থেকে বাদ পড়েন রাজ্জাক। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত