Ajker Patrika

রাজধানীর বংশালে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৭: ৩৬
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর বংশালে যাত্রীবাহী বাসের চাপায় আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রোববার বেলা পৌনে ২টার দিকে বংশাল থানার সামনে সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী ইসমাইল হোসেন তাফসির জানান, সদরঘাটগামী তানজিল পরিবহন নামে একটি যাত্রাবাহী বাস ভ্যানে বসে থাকা ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে তিনি বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যান। মৃত ব্যক্তির পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম জানা গেছে আবুল কালাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বংশাল এলাকা থেকে ওই ব্যক্তিকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, ওই ব্যক্তি বাসচাপায় আহত হয়েছিল। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যাইনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত