সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাত দিন ধরে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গত শনিবার (২৫ জানুয়ারি) থানায় অপহরণ মামলা করেছে পরিবার। জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।
নিখোঁজ রোমান শেখ (১৬) উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে এবং জেলার শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
রোমান শেখ এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তার বাবা মিরাজ শেখ কাঠমিস্ত্রি। অভাবের সংসারে সহায়তার জন্য ছেলেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন। স্কুলে পড়াশোনার পাশাপাশি অটো চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত রোমান।
পরিবার সূত্র জানায়, গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়। বাড়ি ফিরে বেলা ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় এবং এরপর থেকে সে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
রোমানের বোন মিতু শেখ বলেন, ‘রোমান স্কুল থেকে ফিরে দুপুরে অটো নিয়ে বের হওয়ার পর আর ফেরেনি। তাকে না পেয়ে মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।’
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, ‘অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে অটো চালাত রোমান। সে খুব শান্ত স্বভাবের ছিল। পরিবারের অবস্থা এতটাই খারাপ যে তাদের সান্ত্বনা দেওয়ার মতোও পরিস্থিতি নেই। ছেলের শোকে বাবা-মা পাথর হয়ে গেছেন।’
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাইউল ইসলাম বলেন, ‘মামলা হয়েছে এবং আমরা তদন্ত করছি। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব নয়। নিখোঁজ ছেলেটির সন্ধানে কাজ চলছে।’
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রোমানের সন্ধান পেতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।’
বেলতলী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মো. সাঈদুল কাজী বলেন, ‘রোমান শেখ আমাদের স্কুলের ছাত্র। এ বছর সে ৮ম শ্রেণি পাস করে ৯ম শ্রেণিতে ভর্তি হয়েছে। যে দিন ভর্তি হয়েছে সেই দিন থেকেই নিখোঁজ রোমান।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাত দিন ধরে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গত শনিবার (২৫ জানুয়ারি) থানায় অপহরণ মামলা করেছে পরিবার। জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।
নিখোঁজ রোমান শেখ (১৬) উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে এবং জেলার শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
রোমান শেখ এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তার বাবা মিরাজ শেখ কাঠমিস্ত্রি। অভাবের সংসারে সহায়তার জন্য ছেলেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন। স্কুলে পড়াশোনার পাশাপাশি অটো চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত রোমান।
পরিবার সূত্র জানায়, গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়। বাড়ি ফিরে বেলা ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় এবং এরপর থেকে সে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
রোমানের বোন মিতু শেখ বলেন, ‘রোমান স্কুল থেকে ফিরে দুপুরে অটো নিয়ে বের হওয়ার পর আর ফেরেনি। তাকে না পেয়ে মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।’
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, ‘অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে অটো চালাত রোমান। সে খুব শান্ত স্বভাবের ছিল। পরিবারের অবস্থা এতটাই খারাপ যে তাদের সান্ত্বনা দেওয়ার মতোও পরিস্থিতি নেই। ছেলের শোকে বাবা-মা পাথর হয়ে গেছেন।’
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাইউল ইসলাম বলেন, ‘মামলা হয়েছে এবং আমরা তদন্ত করছি। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব নয়। নিখোঁজ ছেলেটির সন্ধানে কাজ চলছে।’
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রোমানের সন্ধান পেতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।’
বেলতলী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মো. সাঈদুল কাজী বলেন, ‘রোমান শেখ আমাদের স্কুলের ছাত্র। এ বছর সে ৮ম শ্রেণি পাস করে ৯ম শ্রেণিতে ভর্তি হয়েছে। যে দিন ভর্তি হয়েছে সেই দিন থেকেই নিখোঁজ রোমান।’
রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
২৯ মিনিট আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
১ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বৃষ্টিতে ভিজে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন...
২ ঘণ্টা আগে