সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাত দিন ধরে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গত শনিবার (২৫ জানুয়ারি) থানায় অপহরণ মামলা করেছে পরিবার। জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।
নিখোঁজ রোমান শেখ (১৬) উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে এবং জেলার শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
রোমান শেখ এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তার বাবা মিরাজ শেখ কাঠমিস্ত্রি। অভাবের সংসারে সহায়তার জন্য ছেলেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন। স্কুলে পড়াশোনার পাশাপাশি অটো চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত রোমান।
পরিবার সূত্র জানায়, গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়। বাড়ি ফিরে বেলা ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় এবং এরপর থেকে সে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
রোমানের বোন মিতু শেখ বলেন, ‘রোমান স্কুল থেকে ফিরে দুপুরে অটো নিয়ে বের হওয়ার পর আর ফেরেনি। তাকে না পেয়ে মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।’
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, ‘অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে অটো চালাত রোমান। সে খুব শান্ত স্বভাবের ছিল। পরিবারের অবস্থা এতটাই খারাপ যে তাদের সান্ত্বনা দেওয়ার মতোও পরিস্থিতি নেই। ছেলের শোকে বাবা-মা পাথর হয়ে গেছেন।’
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাইউল ইসলাম বলেন, ‘মামলা হয়েছে এবং আমরা তদন্ত করছি। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব নয়। নিখোঁজ ছেলেটির সন্ধানে কাজ চলছে।’
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রোমানের সন্ধান পেতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।’
বেলতলী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মো. সাঈদুল কাজী বলেন, ‘রোমান শেখ আমাদের স্কুলের ছাত্র। এ বছর সে ৮ম শ্রেণি পাস করে ৯ম শ্রেণিতে ভর্তি হয়েছে। যে দিন ভর্তি হয়েছে সেই দিন থেকেই নিখোঁজ রোমান।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাত দিন ধরে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গত শনিবার (২৫ জানুয়ারি) থানায় অপহরণ মামলা করেছে পরিবার। জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।
নিখোঁজ রোমান শেখ (১৬) উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে এবং জেলার শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
রোমান শেখ এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তার বাবা মিরাজ শেখ কাঠমিস্ত্রি। অভাবের সংসারে সহায়তার জন্য ছেলেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন। স্কুলে পড়াশোনার পাশাপাশি অটো চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত রোমান।
পরিবার সূত্র জানায়, গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়। বাড়ি ফিরে বেলা ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় এবং এরপর থেকে সে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
রোমানের বোন মিতু শেখ বলেন, ‘রোমান স্কুল থেকে ফিরে দুপুরে অটো নিয়ে বের হওয়ার পর আর ফেরেনি। তাকে না পেয়ে মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।’
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, ‘অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে অটো চালাত রোমান। সে খুব শান্ত স্বভাবের ছিল। পরিবারের অবস্থা এতটাই খারাপ যে তাদের সান্ত্বনা দেওয়ার মতোও পরিস্থিতি নেই। ছেলের শোকে বাবা-মা পাথর হয়ে গেছেন।’
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাইউল ইসলাম বলেন, ‘মামলা হয়েছে এবং আমরা তদন্ত করছি। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব নয়। নিখোঁজ ছেলেটির সন্ধানে কাজ চলছে।’
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রোমানের সন্ধান পেতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।’
বেলতলী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মো. সাঈদুল কাজী বলেন, ‘রোমান শেখ আমাদের স্কুলের ছাত্র। এ বছর সে ৮ম শ্রেণি পাস করে ৯ম শ্রেণিতে ভর্তি হয়েছে। যে দিন ভর্তি হয়েছে সেই দিন থেকেই নিখোঁজ রোমান।’
পুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় তাঁর ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে ওই ছাত্রীকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েদ তাকে বাসায় গিয়ে পড়াতেন
২৬ মিনিট আগেচট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
১ ঘণ্টা আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
১ ঘণ্টা আগে