Ajker Patrika

কেরানীগঞ্জ কারাগারের সামনে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনেরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৩: ৪২
বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা
বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যদের কারামুক্তির প্রত্যাশায় ঢাকার কেরানীগঞ্জ কারাগারের সামনে ভিড় করেছেন স্বজনেরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে কারাগারের সামনে ফুল নিয়ে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করতে দেখা গেছে তাঁদের।

সেখানে কথা হয় নায়েক (সিগনাল) মইনুল হোসেনের মেয়েজামাই মমিনুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘তিন বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের ৮ মাসের একটি মেয়েসন্তান আছে। আমার মেয়ের নামও কারাগার থেকে তিনিই রেখেছেন। আমি সকাল ৮টা থেকে তাঁকে রিসিভ করার জন্য অপেক্ষা করছি। তিনি আমাকে কখনো সরাসরি দেখেননি, আমিও দেখিনি। তাই এই অনুভূতি ব্যক্ত করার ভাষা নেই।’

বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা
বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আজ ১৬৮ জন মুক্তি পাচ্ছেন, যার মধ্যে কাশিমপুর থেকে ১২৭ জন এবং কেরানীগঞ্জ থেকে ৪১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত