নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর হাইকোর্ট গেটের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা হাজারখানেক নেতা-কর্মী।
মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু, সরকারের পক্ষ থেকে আমরা গতানুগতিক ধারার বক্তব্য শুনতে পাচ্ছি। সরকারের সদিচ্ছার অভাব আমরা স্পষ্টভাবে লক্ষ করছি।’
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, ‘ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইবোনরা ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে নেমে এসেছেন। তাঁরা ক্লাস বর্জন করেছেন। ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাঁদের সর্বাত্মক সমর্থন জানাচ্ছি। আমাদের বোনের (মাগুরার শিশু) ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ‘নারীদের পোশাক যদি সমস্যা হতো তাহলে কীভাবে আমার আট বছরের বোন ধর্ষণের শিকার হয়, ছাত্রদল প্রশ্ন রাখতে চায়। বাংলাদেশের গত ১৫ বছরে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, সে জন্য গত সাত বা আট মাস ধরে নারীর প্রতি যে সহিংসতা, যে নির্যাতন—সেগুলো কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।’
নাসির উদ্দীন নাসির বলেন, ২০২০ সালে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিচার নিশ্চিত না হওয়ায় ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। ছাত্রদল আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর হাইকোর্ট গেটের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা হাজারখানেক নেতা-কর্মী।
মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু, সরকারের পক্ষ থেকে আমরা গতানুগতিক ধারার বক্তব্য শুনতে পাচ্ছি। সরকারের সদিচ্ছার অভাব আমরা স্পষ্টভাবে লক্ষ করছি।’
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, ‘ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইবোনরা ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে নেমে এসেছেন। তাঁরা ক্লাস বর্জন করেছেন। ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাঁদের সর্বাত্মক সমর্থন জানাচ্ছি। আমাদের বোনের (মাগুরার শিশু) ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ‘নারীদের পোশাক যদি সমস্যা হতো তাহলে কীভাবে আমার আট বছরের বোন ধর্ষণের শিকার হয়, ছাত্রদল প্রশ্ন রাখতে চায়। বাংলাদেশের গত ১৫ বছরে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, সে জন্য গত সাত বা আট মাস ধরে নারীর প্রতি যে সহিংসতা, যে নির্যাতন—সেগুলো কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।’
নাসির উদ্দীন নাসির বলেন, ২০২০ সালে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিচার নিশ্চিত না হওয়ায় ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। ছাত্রদল আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে।
দিনাজপুরে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
১২ মিনিট আগেরাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, বিস্ফোরকসহ গ্রেপ্তার মোস্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তাঁর দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালের (৩০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে আদেশ
১৪ মিনিট আগেআবেদনকারী শিক্ষকেরা জানান, শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অবনী মোহন বসু এবং দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্মকে নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। এখন তিনি অন্য দলের সমর্থক
২০ মিনিট আগেদেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে গত বৃহস্পতিবার দেশের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ১০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
২৩ মিনিট আগে