Ajker Patrika

নারী সাংবাদিকের ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী সাংবাদিকের ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২

একটি বেসরকারি টেলিভিশনের নারী সাংবাদিক ও সংবাদ উপস্থাপকের চেহারা ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। চট্টগ্রাম ও নরসিংদীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার গুলশান জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন—নূর হোসেন নূর ও সজীব মিয়া।

ডিসি আসাদুজ্জামান বলেন, একটি টিভি চ্যানেলের নারী সাংবাদিকের ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সজীব ছাত্র অধিকার পরিষদের সক্রিয় সদস্য।

অন্যদিকে চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং যুব দলের সক্রিয় কর্মী নূর হোসেন নূর তাঁর ফেসবুক আইডি থেকে এই ভিডিও প্রচার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এই ভিডিওটি সজীব ঢাকার সবুজবাগ থানা ছাত্রদলের সহসভাপতি তারিকুল ইসলাম তন্ময়ের কাছ থেকে পায়। তবে এই ভিডিওটি কে তৈরি করেছে সে বিষয়ে এখন পর্যন্ত জানতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তন্ময়কে গ্রেপ্তার করা গেলে এ বিষয়ে রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে জানান গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত