Ajker Patrika

শোককে শক্তিতে পরিণত করেছেন বঙ্গবন্ধু কন্যা: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শোককে শক্তিতে পরিণত করেছেন বঙ্গবন্ধু কন্যা: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, `জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করেছেন তাঁর কন্যা শেখ হাসিনা।' আজ সোমবার সর্দার ফকিরচাঁন কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন আলো আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মেয়র বলেন, ত্যাগ ও অসীম সাহসিকতায় জাতির পিতা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ হবে একটি সোনার বাংলা। তিনি সেটা দেখে যেতে পারেননি। তবে তাঁকে হারানোর যে বেদনা, শোক, সেটিকে তাঁর কন্যা শেখ হাসিনা শক্তিতে পরিণত করেছেন। 

তাপস বলেন, বাংলাদেশ কোনো দুর্ভিক্ষ ও ভিখারির দেশ না। বাংলাদেশ একটি উন্নয়নশীল ও মর্যাদাবান দেশ। সারা বিশ্বের মর্যাদাবান দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। 

অনুষ্ঠানে ৬০০ দুস্থ ও অসহায় মানুষের প্রত্যেককে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়। এর আগে মেয়র জাতীয় শোক দিবস উপলক্ষে ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণে অংশ নেন। 

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সূত্রাপুর থানা আওয়ামী লীগ সভাপতি মো. সহিদ, সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ, ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুজ্জোহা, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নাসির উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত