Ajker Patrika

প্রাথমিকে শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রাথমিকে শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে রিট

রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয় বলে আজ বুধবার জানান রিট আবেদনকারীর আইনজীবী দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘শুনানির জন্য রিটটি কাল বৃহস্পতিবার কার্যতালিকায় আসতে পারে।’

এর আগে গত ২৭ ফেব্রুয়ারির নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে গত ৮ ডিসেম্বর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ (প্রথম ধাপ) হয়। পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে বরিশালের চর হোগলার ফাতেমা আক্তার নামে এক প্রার্থী রিটটি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত