Ajker Patrika

ডিবি অফিসে মামুনুল হকের আড়াই ঘণ্টা, বের হয়ে যা বললেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২৪, ২১: ৫১
Thumbnail image

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সদ্য কারামুক্ত মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। আজ শনিবার বিকেলে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন তিনি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি বের হন। বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জব্দ মোবাইল ফেরত নিতে তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন। তবে এ বিষয়ে ডিবির কর্মকর্তারা কোনো কথা বলেননি।

আজ বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন মামুনুল হক।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন মামলার আলামত হিসেবে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। সেই মোবাইল ফোনটি নিতে আমি আজ ডিবি কার্যালয়ে এসেছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘আমাকে ডিবি কর্মকর্তারা ডাকেননি এবং মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদও করেননি। মামলার আলামত হিসেবে জব্দ করা আমার মোবাইল ফোনটি নিতে আমি ডিবি কার্যালয়ে এসেছিলাম।’

মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন কি না জানতে চাইলে, তিনি কোনো উত্তর না দিয়ে ব্যক্তিগত গাড়িতে উঠে পড়েন।

৩ মে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পান। তিনি বের হয়ে কারাফটকে এবং মোহাম্মদপুরে একাধিক পথসভায় বক্তব্য দেন। কয়েক দিন ধরে তিনি তাঁর বন্দিজীবন নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যে তাঁকে সরকারের সমালোচনা করতেও দেখা যায়। 

তবে মামুনুল হকের ডিবি কার্যালয়ে আসা বিষয় নিয়ে পুলিশের কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত