Ajker Patrika

পাঁচ মাস পর খুললো, প্রথম দিনেই উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ মাস পর খুললো, প্রথম দিনেই উপচে পড়া ভিড়

করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রায় পাঁচ মাস বন্ধ ছিল রাজধানীর জাতীয় চিড়িয়াখানা। আজ শুক্রবার থেকে খোলা হয়েছে চিড়িয়াখানা। প্রথম দিনই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

করোনায় দীর্ঘদিন ঘরবন্দী পরিবারের সদস্যদের নিয়ে চিড়িয়াখানায ভিড় করেন রাজধানীর মানুষকরোনাভাইরাসের প্রকোপের কারণে গত ২ এপ্রিল থেকে সরকারি নির্দেশনায় বন্ধ রাখা হয় চিড়িয়াখানা। এর আগে গত বছর মার্চ থেকে প্রায় সাড়ে সাত মাস বন্ধ ছিল।

মাইকে বারবার বলার পরও কারো মধ্যে স্বাস্থ্যবিধি মানার গরজ দেখা যায়নিআজ সরকারি ছুটির দিন হওয়ায় চিড়িয়াখানায় শিশুসহ নানা বয়সী দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। তবে টিকিট কাউন্টার ও প্রবেশ পথে সামাজিক দূরত্ব তেমন দেখা যায়নি। যদিও প্রবেশমুখে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়েছে।
 
দীর্ঘ প্রায় পাঁচ মাস পর শুক্রবার খোলা হয়েছে চিড়িয়াখানাচিড়িয়াখানা কর্তৃপক্ষ মাইকে দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বারবার নির্দেশনা দিলেও কাউকে তাতে খুব একটা গুরুত্ব দিতে দেখা যায়নি।

মাইকে বারবার বলার পরও কারো মধ্যে স্বাস্থ্যবিধি মানার গরজ দেখা যায়নিচিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, চার মাস ২৫ দিন পরে আজকে দর্শনার্থীরা প্রবেশ করতে পারছেন। আমরা সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য বারবার অনুরোধ করতেছি। করোনার সময়ে প্রাণীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত