Ajker Patrika

আশুলিয়ায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৯: ৪৪
আশুলিয়ায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ

ঢাকার আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস ভাঙচুর এবং একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

আজ শনিবার বেলা ৩টার দিকে নিরিবিলি বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেনে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ এবং পলাশ পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বেলা সোয়া ৩টার দিকে খবর পেয়ে জিরাব মডার্ন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অগ্নিসংযোগের শিকার বিকাশ পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, ‘নিরিবিলি আসতেই দেখি মিছিল আসতেছে। হঠাৎ দেখি আমার সামনে থাকা পলাশ বাস ভাঙচুর শুরু করছে। আমি দ্রুত বাস ঘুরায় নিতে গেলে পেছনে গাছে আটকে যায়। পরে আমার বাসে হামলা করে। আমাকে মারধর করতে গেলে আমি নেমে দৌড় দিই। সেখানে ৮০-৯০ জন মানুষ ছিল। তারা কোনো স্লোগান দেয় নাই, সবার হাতে শুধু লাঠি।’ 

বিকাশ বাসের হেলপার লালশাহ বলেন, ‘সামনে থাকা পলাশ বাস ভাঙচুর দেখে আমার ওস্তাদকে বলি দ্রুত গাড়ি ঘুরাইতে। কিন্তু ততক্ষণে তারা ভাঙচুর শুরু করে। গ্লাস ভাঙার পর আমরা জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। তারপরেও আমাদের মারধর করে।’ 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, একটি বাসে আগুনসহ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে রেকার লাগিয়ে বাস সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত