সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস ভাঙচুর এবং একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার বেলা ৩টার দিকে নিরিবিলি বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেনে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ এবং পলাশ পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বেলা সোয়া ৩টার দিকে খবর পেয়ে জিরাব মডার্ন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিসংযোগের শিকার বিকাশ পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, ‘নিরিবিলি আসতেই দেখি মিছিল আসতেছে। হঠাৎ দেখি আমার সামনে থাকা পলাশ বাস ভাঙচুর শুরু করছে। আমি দ্রুত বাস ঘুরায় নিতে গেলে পেছনে গাছে আটকে যায়। পরে আমার বাসে হামলা করে। আমাকে মারধর করতে গেলে আমি নেমে দৌড় দিই। সেখানে ৮০-৯০ জন মানুষ ছিল। তারা কোনো স্লোগান দেয় নাই, সবার হাতে শুধু লাঠি।’
বিকাশ বাসের হেলপার লালশাহ বলেন, ‘সামনে থাকা পলাশ বাস ভাঙচুর দেখে আমার ওস্তাদকে বলি দ্রুত গাড়ি ঘুরাইতে। কিন্তু ততক্ষণে তারা ভাঙচুর শুরু করে। গ্লাস ভাঙার পর আমরা জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। তারপরেও আমাদের মারধর করে।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, একটি বাসে আগুনসহ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে রেকার লাগিয়ে বাস সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
ঢাকার আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস ভাঙচুর এবং একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার বেলা ৩টার দিকে নিরিবিলি বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেনে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ এবং পলাশ পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বেলা সোয়া ৩টার দিকে খবর পেয়ে জিরাব মডার্ন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিসংযোগের শিকার বিকাশ পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, ‘নিরিবিলি আসতেই দেখি মিছিল আসতেছে। হঠাৎ দেখি আমার সামনে থাকা পলাশ বাস ভাঙচুর শুরু করছে। আমি দ্রুত বাস ঘুরায় নিতে গেলে পেছনে গাছে আটকে যায়। পরে আমার বাসে হামলা করে। আমাকে মারধর করতে গেলে আমি নেমে দৌড় দিই। সেখানে ৮০-৯০ জন মানুষ ছিল। তারা কোনো স্লোগান দেয় নাই, সবার হাতে শুধু লাঠি।’
বিকাশ বাসের হেলপার লালশাহ বলেন, ‘সামনে থাকা পলাশ বাস ভাঙচুর দেখে আমার ওস্তাদকে বলি দ্রুত গাড়ি ঘুরাইতে। কিন্তু ততক্ষণে তারা ভাঙচুর শুরু করে। গ্লাস ভাঙার পর আমরা জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। তারপরেও আমাদের মারধর করে।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, একটি বাসে আগুনসহ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে রেকার লাগিয়ে বাস সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
রাজধানীর শাহজাদপুরের বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত মজুমদার ভিলায় থাকা একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও একজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ইসরাফুল আলম (৩৫)। তাঁর বাড়ি ঝিনাইদহ সদরের আরাপপুর।
১৮ মিনিট আগেদায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যের নাকে ঘুষি মারা যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বহিষ্কার করে ছাত্রদল।
২২ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানে সিলেট বিভাগের শহীদদের নাম স্থান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকাশিত ২০২৫ সালের ডায়েরিতে। এতে সিলেট বিভাগের তিন জেলার মোট ৩৩ শহীদের নাম প্রকাশ করা হয়। ডায়েরির ১১৮ থেকে ১২০ তম পাতায় শহীদদের নাম অন্তর্ভুক্ত করা হয়।
২৬ মিনিট আগেসম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ৩০ এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
৪৪ মিনিট আগে