Ajker Patrika

কালকিনিতে পরিত্যক্ত ঘর থেকে ১২টি তাজা ককটেল উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
উদ্ধার হওয়া ককটেল। ছবি: আজকের পত্রিকা
উদ্ধার হওয়া ককটেল। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের শাহজালাল হাওলাদারের পরিত্যক্ত ঘরে ককটেলগুলো প্রথমে দেখতে পান এলাকাবাসী। বিষয়টি থানায় জানালে কালকিনি থানার একটি দল সেখানে গিয়ে ১২টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি বালতিতে বালি ও পানির মিশ্রণে নিষ্ক্রিয় করা হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, নাশকতার উদ্দেশ্যে কে বা কারা ককটেলগুলো পরিত্যক্ত ঘরে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত