নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল থেকে সাদিক অ্যাগ্রোর খামার উচ্ছেদের পর খাল খনন শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ শুক্রবার সকাল থেকে খনন শুরু করা হয়। এর আগে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে ১০ বিঘা জমি উদ্ধার করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেলে সরেজমিন দেখা যায়, একটি বেকু মেশিন দিয়ে ভরাট হওয়া খালের মাটি সরিয়ে দেওয়া হচ্ছে। আর একটি বুলডোজার দাঁড়ানো অবস্থায় ছিল সাদিক অ্যাগ্রো খামারের পেছনের অংশে। আশপাশের কিছু উৎসুক মানুষ খাল খননের দৃশ্য দেখছিলেন। সেখানে স্থানীয় প্রবীণ বাসিন্দা বশির আহমদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, খালটা অনেক চওড়া ছিল। একসময় সাঁতার কেটেছি। দখলের কারণে এখন খালের কোনো নিশানা পর্যন্ত নেই।
সাদিক অ্যাগ্রোর দক্ষিণ–পূর্ব পাশে একটি একতলা স্থাপনা রয়েছে মোহাম্মদ ফারুকের। বুলডোজার দিয়ে তাঁর বাড়িরও কিছু অংশ ভাঙা হয়েছে। ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সাদিক অ্যাগ্রো খালে ময়লা ফেলছে। খালের কিছু অংশে তাঁর খামার রয়েছে। এখন সাদিকের ইমরান ছাগল নিয়ে ভাইরাল হওয়ায় আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, ‘খাল চওড়া ছিল ১০০ থেকে ১২০ ফিটের মধ্যে। খালের মধ্যে যে স্থাপনা পড়বে, তা আমরা ভেঙে দেব। খালে অবৈধ দখলের কারণে বৃষ্টি হলে এলাকা জলাবদ্ধ হয়ে যায়, পানি ঠিকমতো যেতে পারে না। পর্যায়ক্রমে সব খালই উদ্ধার করা হবে।’ পাশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সীমানার মধ্যে খালের কিছু জায়গা আছে বলেও জানান তিনি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান প্রমুখ। মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিএস নকশা অনুসারে খাল উদ্ধারে অভিযান চলছে। রামচন্দ্রপুর খালের এই অংশে চার দিনের উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দুই দিনও উচ্ছেদ অভিযান ও খাল খননের কার্যক্রম চলবে।’
রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল থেকে সাদিক অ্যাগ্রোর খামার উচ্ছেদের পর খাল খনন শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ শুক্রবার সকাল থেকে খনন শুরু করা হয়। এর আগে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে ১০ বিঘা জমি উদ্ধার করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেলে সরেজমিন দেখা যায়, একটি বেকু মেশিন দিয়ে ভরাট হওয়া খালের মাটি সরিয়ে দেওয়া হচ্ছে। আর একটি বুলডোজার দাঁড়ানো অবস্থায় ছিল সাদিক অ্যাগ্রো খামারের পেছনের অংশে। আশপাশের কিছু উৎসুক মানুষ খাল খননের দৃশ্য দেখছিলেন। সেখানে স্থানীয় প্রবীণ বাসিন্দা বশির আহমদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, খালটা অনেক চওড়া ছিল। একসময় সাঁতার কেটেছি। দখলের কারণে এখন খালের কোনো নিশানা পর্যন্ত নেই।
সাদিক অ্যাগ্রোর দক্ষিণ–পূর্ব পাশে একটি একতলা স্থাপনা রয়েছে মোহাম্মদ ফারুকের। বুলডোজার দিয়ে তাঁর বাড়িরও কিছু অংশ ভাঙা হয়েছে। ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সাদিক অ্যাগ্রো খালে ময়লা ফেলছে। খালের কিছু অংশে তাঁর খামার রয়েছে। এখন সাদিকের ইমরান ছাগল নিয়ে ভাইরাল হওয়ায় আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, ‘খাল চওড়া ছিল ১০০ থেকে ১২০ ফিটের মধ্যে। খালের মধ্যে যে স্থাপনা পড়বে, তা আমরা ভেঙে দেব। খালে অবৈধ দখলের কারণে বৃষ্টি হলে এলাকা জলাবদ্ধ হয়ে যায়, পানি ঠিকমতো যেতে পারে না। পর্যায়ক্রমে সব খালই উদ্ধার করা হবে।’ পাশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সীমানার মধ্যে খালের কিছু জায়গা আছে বলেও জানান তিনি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান প্রমুখ। মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিএস নকশা অনুসারে খাল উদ্ধারে অভিযান চলছে। রামচন্দ্রপুর খালের এই অংশে চার দিনের উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দুই দিনও উচ্ছেদ অভিযান ও খাল খননের কার্যক্রম চলবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিনের বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়...
৪ মিনিট আগেচায়ের দোকান কিংবা যাত্রাপালার মঞ্চ—যেখানেই সুযোগ মেলে, নিজের বাঁশির সুরে তিনি মানুষকে আনন্দ দিতে চেষ্টা করেন...
৬ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শুক্রবার দুপুরে তিনি শ্রীনগর বাজারে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত দোকানমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
১৮ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে চামেলী রানী (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় ওই গৃহবধূ গরু আনতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন। বজ্রপাতে গরুটিও মারা গেছে। আজ শুক্রবার (১৬ মে) উপজেলার মধুপুর ক্লিনিকেরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে