Ajker Patrika

ডেমরায় জনগণের হাতে ধরাশায়ী দুই ছিনতাইকারী কারাগারে

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ১০
ডেমরায় জনগণের হাতে ধরাশায়ী দুই ছিনতাইকারী কারাগারে

রাজধানীর ডেমরায় ছিনতাইকালে জনগণের হাতে ধরাশায়ী দুই ছিনতাইকারীকে আজ শুক্রবার বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাজীনগর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রাস্তায় আটকের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। 

এ সময় তাঁদের কাছ থেকে ১টি কালো রঙের সুইস স্টিলের চাকু, ১ টি অপ্পো মোবাইল ফোন ও ভোল্ট নামে একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী মাহদি (২৫) ওই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—যাত্রাবাড়ীর মাতুয়াইল কবরস্থান এলাকার ভাড়াটিয়া ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার শুনরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. হিরা মিয়া (২৭) ও যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকার ভাড়াটিয়া ও ময়মনসিংহের ধোবাওরা থানার রগুরামপুর গ্রামের মো. এখলাছ উদ্দিনের ছেলে মো. সাগর (২৪) বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী ডাইং ও ফিনিশিং কারখানার মেশিন অপারেটর মাহদি (২৫) কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

এ সময় হাজীনগর রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ছিনতাইকারীরা মাহদির গতিরোধ করে চাকুর ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় মাহদি চিৎকার শুরু করলে আশপাশের জনগন ছিনতাইকারীদের ধরে ফেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত