Ajker Patrika

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় থাকতে পারবেন ৭ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় থাকতে পারবেন ৭ জন

অন্যবার মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বিভিন্ন বাহিনীর প্রধান ও কূটনৈতিকেরা উপস্থিত থাকলেও এবার তাঁরা সেই সুযোগ পাবেন না। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের সময় দুজন মন্ত্রী, দুজন সচিবসহ মোট সাতজন উপস্থিত থাকতে পারবেন। 

আজ বুধবার সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে, বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। কোভিড-১৯ এর কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সার্বিক বিষয় বিবেচনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় সীমিত সংখ্যক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের উপস্থিতি নিশ্চিত করতে শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, নয় পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক অভ্যর্থনা ও বিদায় জানানোর জন্য উপস্থিত থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে। 

সরকার নির্ধারিত এই সাতজন ব্যক্তি ছাড়া আর কেউ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত থাকতে পারবেন না বলে জানানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত