Ajker Patrika

টঙ্গীর বস্তিতে শিশুকে আটকে রেখে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৩: ৩৯
টঙ্গীর বস্তিতে শিশুকে আটকে রেখে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মসুদকে গ্রেপ্তার করা হয়। এদিন সকাল ৭টার দিকে টঙ্গীর একটি বস্তিতে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার মাসুদ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চৌদ্দরীকুষ্টা (মধ্যেপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গীর একটি বস্তিতে থাকতেন। পেশায় একজন ট্রাকচালক। 

পুলিশ জানায়, শিশুটি সোমবার সকালে বস্তির সামনে গেলে মাসুদ তাকে তুলে নিয়ে কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। সন্ধ্যায় শিশুটি কৌশলে ওই কক্ষ থেকে পালিয়ে যায়। রাতে বাসায় ফিরে এসে তার মাকে বিষয়টি জানায়। পুলিশে খবর দিলে অভিযুক্ত মাসুদকে রাতেই আটক করে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিশুটির বাবা বলেন, ‘সোমবার সকাল সাড়ে ‍৭টার দিকে আমার মেয়ে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে ফিরে এসে ওর মাকে ঘটনাটি জানালে পুলিশে খবর দিই। পুলিশ মাসুদকে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে মামলা দায়ের করেছি।’ 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে মাসুদকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। আজ মামলা দায়ের করা হলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত