বায়তুল মোকাররমে ইফতার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসরের নামাজ শেষ হতেই বায়তুল মোকাররম মসজিদের পূর্ব ও দক্ষিণ দিকজুড়ে শুরু হয়ে গেল মুসল্লিদের তোড়জোড়। কেউ শরবত বানাচ্ছেন, কেউ বিছিয়ে দিচ্ছেন দস্তরখানা, কেউবা তাতে রাখছেন ইফতারির থালা। সারি সারি মুসল্লি বসে যাচ্ছেন একত্রে ইফতার করার জন্য। সাউন্ডবক্সে বাজছে সুরেলা তিলাওয়াত।
প্রতিবছর রমজানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পরিচিত দৃশ্য এটি। কয়েক হাজার রোজাদার মুসল্লি একসঙ্গে ইফতারে মিলিত হন এখানে। এ যেন এক ইফতারকেন্দ্রিক মিলনমেলা।
তরুণ নাসির আহমেদ একজন শিক্ষার্থী। প্রতি রমজানে বায়তুল মোকাররমে ইফতার করেন। নাসির বললেন, ‘এ বছর আজকেই প্রথম আসলাম। সবার সঙ্গে ইফতার করতে বেশ ভালো লাগে।’
নিয়মিত মুসল্লি ছাড়াও এ গণ-ইফতারে শামিল হন গুলিস্তান, পল্টন কিংবা আশপাশে কাজে নানা আসা অনেক রোজাদার। আবার মসজিদ ভবনে থাকা মার্কেটের অনেকেই এখানে ইফতার করেন।
ইকবাল হোসেন নামে আরেক তরুণের সঙ্গে কথা হলো। তিনি বায়তুল মোকাররমের অদূরে ফকিরাপুলে বন্ধুদের সঙ্গে মেসে থাকেন। চার বন্ধু মিলে প্রায়ই এখানে ইফতার করেন। ইকবাল বললেন, ‘এখানে অনেক লোকের জমায়েত হয়। অন্য রকম পরিবেশ। ভালোই লাগে।’
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি প্রতিদিন ২ হাজার লোকের ইফতারের আয়োজন করেন। প্রস্তুতির সময় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সরকার দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন কর্মীদের। তিনি বললেন, মার্কেটের ব্যবসায়ী মুসল্লিরা মিলে এ আয়োজন করা হয়। ব্যবসায়ী, কিছু দাতা ও নিজেরা মিলে তহবিল তৈরি করেন। ৫০-৫২ লাখ টাকার মতো ওঠে।
কামাল উদ্দিন জানান, কয়েক বছর ধরে বসুন্ধরা গ্রুপ এ উদ্যোগে সহযোগিতা করছে। বায়তুল মোকাররমের এ ইফতারে থাকে পুরি, আলুর চপ, বেগুনি, ছোলা, মুড়ি খেজুর, জিলাপি, কলাসহ কয়েকটি পদ।
তাবলিগ জামাতের সদস্যের একেকটি বড় থালায় পাঁচ-ছয়জন করে বসতে দেখা গেল। এই আয়োজন তাবলিগের জোবায়ের গ্রুপের। তাবলিগের একজন সাথি জানালেন, ৫০০-৬০০ জনের ইফতারের আয়োজন করেন তাঁরা।
মসজিদের দক্ষিণ দিকে আয়োজন করেন বাংলাদেশ মুসল্লি সমাজ। এর উদ্যোক্তা পীর ফজলুল হক জানান, ১৯৯৭ সাল থেকে এই আয়োজন চলে আসছে। সবার সহযোগিতায় তাঁরা এই আয়োজন করেন। ১ হাজার লোকের প্রস্তুতি থাকে তাঁদের প্রতিদিন।
মসজিদের পূর্ব দিকে ২ হাজার লোকের ইফতারির আয়োজন করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আশির দশক থেকে শুরু হয়েছে তাঁদের এ আয়োজন। ২০১৯ সাল থেকে করোনার কারণে বন্ধ ছিল। এ বছর থেকে আবার নতুন করে শুরু হয়েছে।
মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, নারীদের নামাজের স্থানেও ইফতারির ব্যবস্থা করা হয়।
আসরের নামাজ শেষ হতেই বায়তুল মোকাররম মসজিদের পূর্ব ও দক্ষিণ দিকজুড়ে শুরু হয়ে গেল মুসল্লিদের তোড়জোড়। কেউ শরবত বানাচ্ছেন, কেউ বিছিয়ে দিচ্ছেন দস্তরখানা, কেউবা তাতে রাখছেন ইফতারির থালা। সারি সারি মুসল্লি বসে যাচ্ছেন একত্রে ইফতার করার জন্য। সাউন্ডবক্সে বাজছে সুরেলা তিলাওয়াত।
প্রতিবছর রমজানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পরিচিত দৃশ্য এটি। কয়েক হাজার রোজাদার মুসল্লি একসঙ্গে ইফতারে মিলিত হন এখানে। এ যেন এক ইফতারকেন্দ্রিক মিলনমেলা।
তরুণ নাসির আহমেদ একজন শিক্ষার্থী। প্রতি রমজানে বায়তুল মোকাররমে ইফতার করেন। নাসির বললেন, ‘এ বছর আজকেই প্রথম আসলাম। সবার সঙ্গে ইফতার করতে বেশ ভালো লাগে।’
নিয়মিত মুসল্লি ছাড়াও এ গণ-ইফতারে শামিল হন গুলিস্তান, পল্টন কিংবা আশপাশে কাজে নানা আসা অনেক রোজাদার। আবার মসজিদ ভবনে থাকা মার্কেটের অনেকেই এখানে ইফতার করেন।
ইকবাল হোসেন নামে আরেক তরুণের সঙ্গে কথা হলো। তিনি বায়তুল মোকাররমের অদূরে ফকিরাপুলে বন্ধুদের সঙ্গে মেসে থাকেন। চার বন্ধু মিলে প্রায়ই এখানে ইফতার করেন। ইকবাল বললেন, ‘এখানে অনেক লোকের জমায়েত হয়। অন্য রকম পরিবেশ। ভালোই লাগে।’
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি প্রতিদিন ২ হাজার লোকের ইফতারের আয়োজন করেন। প্রস্তুতির সময় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সরকার দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন কর্মীদের। তিনি বললেন, মার্কেটের ব্যবসায়ী মুসল্লিরা মিলে এ আয়োজন করা হয়। ব্যবসায়ী, কিছু দাতা ও নিজেরা মিলে তহবিল তৈরি করেন। ৫০-৫২ লাখ টাকার মতো ওঠে।
কামাল উদ্দিন জানান, কয়েক বছর ধরে বসুন্ধরা গ্রুপ এ উদ্যোগে সহযোগিতা করছে। বায়তুল মোকাররমের এ ইফতারে থাকে পুরি, আলুর চপ, বেগুনি, ছোলা, মুড়ি খেজুর, জিলাপি, কলাসহ কয়েকটি পদ।
তাবলিগ জামাতের সদস্যের একেকটি বড় থালায় পাঁচ-ছয়জন করে বসতে দেখা গেল। এই আয়োজন তাবলিগের জোবায়ের গ্রুপের। তাবলিগের একজন সাথি জানালেন, ৫০০-৬০০ জনের ইফতারের আয়োজন করেন তাঁরা।
মসজিদের দক্ষিণ দিকে আয়োজন করেন বাংলাদেশ মুসল্লি সমাজ। এর উদ্যোক্তা পীর ফজলুল হক জানান, ১৯৯৭ সাল থেকে এই আয়োজন চলে আসছে। সবার সহযোগিতায় তাঁরা এই আয়োজন করেন। ১ হাজার লোকের প্রস্তুতি থাকে তাঁদের প্রতিদিন।
মসজিদের পূর্ব দিকে ২ হাজার লোকের ইফতারির আয়োজন করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আশির দশক থেকে শুরু হয়েছে তাঁদের এ আয়োজন। ২০১৯ সাল থেকে করোনার কারণে বন্ধ ছিল। এ বছর থেকে আবার নতুন করে শুরু হয়েছে।
মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, নারীদের নামাজের স্থানেও ইফতারির ব্যবস্থা করা হয়।
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
৩৩ মিনিট আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
২ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
২ ঘণ্টা আগে