Ajker Patrika

গা জ্বালাপোড়া করলেই পুকুরে নামতেন ক্যানসার আক্রান্ত রোগী, পুকুরেই মিলল লাশ 

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৪, ১৫: ৫৬
গা জ্বালাপোড়া করলেই পুকুরে নামতেন ক্যানসার আক্রান্ত রোগী, পুকুরেই মিলল লাশ 

কিশোরগঞ্জে পুকুর থেকে ক্যানসার আক্রান্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা শহরের হাশমত উদ্দিন উচ্চবিদালয়ের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া। তিনি জেলা শহরের নগুয়া বটতলা এলাকার বাসিন্দা।

পুলিশ বলছে, বাচ্চু মিয়া দীর্ঘদিন যাবৎ ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর শরীর জ্বালাপোড়া করার কারণে প্রায়ই পুকুরে এসে শরীর ভেজাতেন। ৮ জুন তিনি বাসা থেকে বের হন। পরে তিনি আর বাসায় ফেরেননি।

বাচ্চু মিয়ার ছেলে লোকমান জানান, বাচ্চু মিয়া পরিবার নিয়ে ৩০ বছর যাবৎ নগুয়া বটতলায় ভাড়া থাকতেন। তিনি জীবিকা নির্বাহের জন‍্য মৌসুমি ফল ও সবজির ব্যবসা করতেন। ব্লাড কানসার আক্রান্ত থাকায় তিন–চার বছর যাবৎ বাসাতেই থাকতেন। তিনি প্রায়ই এলাকার বিভিন্ন পুকুরের পাড়ে বসে থাকতেন। জ্বালাপোড়া বাড়লে শরীর ভেজাতেন পুকুরের পানিতে।

এলাকাবাসী জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায়, উন্নত চিকিৎসা নিতে পারেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত