Ajker Patrika

পুলিশের সহায়তায় ককটেল নিক্ষেপকারীরা পালিয়ে যায়: আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৫: ৩৯
পুলিশের সহায়তায় ককটেল নিক্ষেপকারীরা পালিয়ে যায়: আফরোজা আব্বাস

বিএনপি নেতা মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় ককটেল নিক্ষেপকারীরা পুলিশের সহায়তায় পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

আফরোজা আব্বাস বলেন, দারোয়ান বলল, কালো পোশাক ও হেলমেট পরে দুজন হামলা করেছে। তারা একই মোটরসাইকেলে ছিল। বাসার বাইরে পুলিশের তিন-চারটি মোটরসাইকেল ছিল। হামলাকারীদের ধরার জন্য দারোয়ান পুলিশকে বলল। পুলিশ তাদের না ধরে পালিয়ে যেতে সহায়তা করল।

সংবাদ সম্মেলনে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, এর আগেও বাসায় হামলা হয়েছে, এখনো হচ্ছে। ছাত্রলীগ-যুবলীগ সারা দেশে এমন তাণ্ডব চালিয়ে বিরোধীদের ওপর চাপিয়ে দিচ্ছে। পুলিশ তাদের প্রশ্রয় দিচ্ছে।

আফরোজা আব্বাস বলেন, ‘আমি পুলিশকে বলেছি ওদের প্রশ্রয় দিচ্ছেন আপনারা। ওদের সামনে থাকেন আপনারা, পেছনে থাকেন আপনারা। আজকে যারা হামলা করল, তারা অবশ্যই সরকারদলীয় লোকজন। প্রশাসনের সহায়তায় এই হামলা করেছে।’

এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেবেন কি না জানতে চাইলে আফরোজা আব্বাস বলেন, মামলা তো নেয় না। এর আগেও হামলার ঘটনায় মামলা নেয়নি। আদালতও মামলা নেয়নি। এই সরকার থাকলে কোনো দিন ন্যায়বিচার পাব না।

আজ সকাল ৮টার দিকে মোটরসাইকেলে দুজন আরোহী এসে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত থাকে বলে জানান আফরোজা আব্বাস।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা শুনে আমরা একজন অফিসারসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। কে বা কারা এটি ঘটিয়েছে সেটা জানা যায়নি। জানার চেষ্টা চলছে। সেখান থেকে আমরা একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছি। সেটিও পরীক্ষা করে দেখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত