Ajker Patrika

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে সাবেক ছাত্রলীগ নেতা নিহত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৮: ২৬
Thumbnail image

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে মোহাম্মদ উজ্জ্বল মোল্লা (৪২) নামের ছাত্রলীগের সাবেক নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে শহরের মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত উজ্জ্বল মোল্লা মাঠপাড়া এলাকার শাহজাহান মোল্লার ছেলে। তিনি মুন্সিগঞ্জ পৌরসভায় তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে কাজ করতেন। মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সহসভাপতি তিনি।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, দুই বছর ধরে উজ্জ্বলদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তাঁর আত্মীয় সেলিনা-রুবিনা বেগমদের। কয়েক মাস আগে বিরোধপূর্ণ সেই জমির পাওয়ার নেন শহরের দক্ষিণ কোটগাঁও এলাকার ডিশ ব্যবসায়ী হুমায়ুন। পাওয়ার নেওয়ার পর থেকে উজ্জ্বলদের কাছ থেকে জোর করে জমি দখলের চেষ্টা করে যাচ্ছিলেন হুমায়ুন। এর জেরে গতকাল সোমবার রাত ১১টার দিকে হুমায়ুন ও তাঁর ছোট ভাই সোহেলের নেতৃত্বে ১০-১২ জন উজ্জ্বলের মাঠপাড়ার বাড়িতে হামলা চালান। উজ্জ্বল তাঁদের বাধা দিতে গেলে হুমায়ুন, সোহেল ও তাঁদের লোকজন উজ্জ্বলকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যান। পরে স্থানীয়রা উজ্জ্বলকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা যান। তবে তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

নিহতের ভাই রাজু মোল্লা বলেন, ‘জমি নিয়ে অসংখ্যবার পৌরসভায় বসা হয়। আমরা বলেছি, আইনে যা রায় আসে, তাই মেনে নেব। হুমায়ুনরা আইনকে তোয়াক্কা করছিল না। তারা শক্তি দিয়ে সম্পদ দখল করতে যায়। বাড়িতে ফাঁকা গুলি করে। আমাকে ও আমার ভাইকে বেদম মারধর করে। মার সহ্য করতে না পেরে উজ্জ্বল শেষ পর্যন্ত মারা যায়।’

আহাদ (৮) এবং আরাফ নামে (৬ মাস) উজ্জ্বলের দুটি ছেলে রয়েছে। তাঁর স্ত্রী রুবিনা আক্তার বলেন, ‘হুমায়ুনরা জায়গা দখল করতে গিয়ে আমার স্বামীকে মেরেই ফেলল। সামান্য জায়গার জন্য মানুষ কতটা নির্মম হয়। আমি আমার দুটি ছোট বাচ্চা নিয়ে এখন কোথায় যাব? আমাদের কে দেখবে? আমরা উজ্জ্বল হত্যাকারীদের ফাঁসি চাই।’

ঘটনার পরপর অভিযান চালিয়ে হুমায়ুন ও তাঁর ভাই সোহেলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিল-ঘুষি দিলে যেমন হয়, মৃতের শরীরের বিভিন্ন স্থানে তেমন রক্ত জমাট রয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত