Ajker Patrika

নেতৃত্বশূন্য হচ্ছে ই-ক্যাব, একসঙ্গে ৯ সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২২: ২১
Thumbnail image

পদত্যাগের হিড়িক পড়েছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবে (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার পর অনলাইনে বার্তার মাধ্যমে সংগঠনটির এক্সিকিউটিভ কমিটির (ইসি) ৯ সদস্য পদত্যাগ করেন। 

পদত্যাগকারীরা হলেন ভাইস প্রেসিডেন্ট সাইয়েদা আমবারিন রেজা, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তাসফিন আলম, ফাইন্যান্স সেক্রেটারি আশিফ আহনাফ, পরিচালক আব্দুল ওয়াহেদ তমাল, করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক শাহরিয়ার হাসান, কমিউনিকেশন অ্যাফেয়ার্স পরিচালক মো. সাঈদুর রহমান, গভর্নমেন্ট পরিচালক মোহাম্মদ ইলমুল হক এবং পরিচালক মোহাম্মদ অর্নব মোস্তফা। 

এ বিষয়ে ই-ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দিন শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘ইসি সদস্যরা অনলাইনে পদত্যাগের কথা জানিয়েছেন। কিন্তু এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। শুক্র ও শনিবার আমাদের অফিস বন্ধ থাকে। রোববার আইন বিধি কী বলে, সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

ই-ক্যাব ইসির মোট সদস্য ১১ জন। গতকাল রাতে ৯ জন পদত্যাগ করেন। এখন শুধু পদত্যাগের বাকি রয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দিন শিপন। ধারণা করা হচ্ছে, সবার পদত্যাগপত্র গ্রহণ করার পর নিজের পদত্যাগপত্র জমা দেবেন তিনি। ফলে নেতৃত্বশূন্য হয়ে পড়বে সংগঠনটি। গত জুলাইয়ে ই-ক্যাবের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে নির্বাচন স্থগিত করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৩ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত