Ajker Patrika

রাজধানীর ডেমরায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১০ মে ২০২৪, ১৮: ১৪
Thumbnail image

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আছমত আলী (৪৮) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

আছমত আলীর সহকর্মী জাহাঙ্গির হোসেন বলেন, ‘তাঁরা ডেমরা বাঁশেরপুল এলাকায় একটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। সকালে আছমত কাজ করার সময় একটি বাঁশ গর্তের মধ্যে রাখছিল। তখন ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হন। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হাসপাতালে আছমত আলীর মেয়ে রেখা আক্তার জানান, ‘তাঁদের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার বাঘাগাও গ্রামে। বর্তমানে রূপগঞ্জ তারাবো এলাকায় থাকেন। তাঁর বাবা শ্রমিকের কাজ করতেন। সকালে জানতে পারি বাবা কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ডেমরা থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় তাঁর সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে মারা যান। সহকর্মীরা জানান বিদ্যুতায়িত হয়েছিল ওই ব্যক্তি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত