Ajker Patrika

বছিলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ০০
Thumbnail image

রাজধানীর হাজারীবাগের বছিলায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম সেলিম (৩৫)। আহত হয়েছেন সিএনজি অটোরিকশাচালকসহ পাঁচজন। এর মধ্যে চারজনই নারী।

আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে হাজারীবাগ থানাধীন বছিলা ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়। আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন বলেন, সকালে বছিলা ব্রিজের ঢালে ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত হন সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

এসআই গোলাপ উদ্দিন বলেন, ঘটনার পরপরই ডাম্পট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

মৃত সেলিমের বাসা কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায়। তিনি পেশায় কসাই ছিলেন। 

আহতরা হলেন মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানি বেগম (৪০), সালমা আক্তার (২২) ও চালক ইয়ার হোসেন (৪২)। 

আহত রানি বেগমের ভাগনি লিমা আক্তার বলেন, সালমা ও মারফিয়া অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের ডাক্তার দেখাতে হাসপাতালে যাচ্ছিলেন মারুফা বেগম ও রানি বেগম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, এক সিএনজি অটোরিকশাচালকসহ চার নারী হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে সালমা আক্তারের অবস্থা গুরুতর। তাঁকে ভর্তি রাখা হয়েছে। এ ছাড়া মারুফাকে মিরপুর ডেন্টাল মেডিকেলে পাঠানো হয়েছে। রানি ও সিএনজিচালকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত