ঢামেক প্রতিবেদক
রাজধানীর আগারগাঁওয়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মোরসালিন আলী মীর (২৫) নামে এক যুবক মারা গেছেন।
আজ বুধবার রাত ৮টার দিকে আগারগাঁও টেলিযোগাযোগ ভবনের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইমন মিয়া জানান, মোটরসাইকেলে করে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের দিক থেকে শ্যামলী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন মোরসালিন। মোটরসাইকেলটির পেছনে বসা ছিলেন তিনি। তখন উল্টো পথ থেকে আসা একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান মোটরসাইকেল চালকসহ দুজনই। তখন পেছন থেকে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত হন। পরে অন্যান্য পথচারীদের সহযোগিতায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে মোটরসাইকেল চালককে পাওয়া যায়নি। ওই যুবকের মোবাইল ফোনও পাওয়া যায়নি। তবে রাস্তায় তার বাবার নাম ও মোবাইল নম্বর বলতে পারছিলেন।
মুঠোফোনে মোরসালিনের বাবা আফতাব আলী মীর জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। মোরসালিন স্ত্রীকে নিয়ে গাজীপুরে টঙ্গীতে থাকেন। সেখানে মোরসালিন একটি কোম্পানিতে চাকরি করেন। আর তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন। এক ছেলে গ্রামে দাদা-দাদির কাছে থাকেন। মোরসালিন মাঝেমধ্যেই বিভিন্ন শুটিংয়ের কাজে গাজীপুর থেকে ঢাকায় আসত।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আগারগাঁও থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, বাস চাপায় প্রথমে আহত হয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মোরসালিন আলী মীর (২৫) নামে এক যুবক মারা গেছেন।
আজ বুধবার রাত ৮টার দিকে আগারগাঁও টেলিযোগাযোগ ভবনের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইমন মিয়া জানান, মোটরসাইকেলে করে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের দিক থেকে শ্যামলী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন মোরসালিন। মোটরসাইকেলটির পেছনে বসা ছিলেন তিনি। তখন উল্টো পথ থেকে আসা একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান মোটরসাইকেল চালকসহ দুজনই। তখন পেছন থেকে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত হন। পরে অন্যান্য পথচারীদের সহযোগিতায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে মোটরসাইকেল চালককে পাওয়া যায়নি। ওই যুবকের মোবাইল ফোনও পাওয়া যায়নি। তবে রাস্তায় তার বাবার নাম ও মোবাইল নম্বর বলতে পারছিলেন।
মুঠোফোনে মোরসালিনের বাবা আফতাব আলী মীর জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। মোরসালিন স্ত্রীকে নিয়ে গাজীপুরে টঙ্গীতে থাকেন। সেখানে মোরসালিন একটি কোম্পানিতে চাকরি করেন। আর তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন। এক ছেলে গ্রামে দাদা-দাদির কাছে থাকেন। মোরসালিন মাঝেমধ্যেই বিভিন্ন শুটিংয়ের কাজে গাজীপুর থেকে ঢাকায় আসত।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আগারগাঁও থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, বাস চাপায় প্রথমে আহত হয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রকৌশল অনুষদ ভবনের সামনে এ হট্টগোল শুরু হয়। দিবাগত রাত ১টা ১০ মিনিটেও দুই পক্ষ সেখানে অবস্থান নিচ্ছিল।
৪ ঘণ্টা আগেপুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসা সরাতে সাত বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শুরু করে সরকার। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার বাকি আর মাত্র দুই মাস, অথচ এখনো সীমানাপ্রাচীর নির্মাণের কাজও শেষ হয়নি।
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অতীশ দীপঙ্কর হল ও মাস্টারদা সূর্য সেন হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে রয়েছে ছাত্রদল। চাকসু নির্বাচনে অতীশ দীপঙ্কর হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় পেয়েছেন ২২৩ ভোট। এই হলে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী...
৪ ঘণ্টা আগেআদালত ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ উপেক্ষা করে বরগুনা পৌরসভায় যানবাহন থেকে টোলের নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চালকদের অভিযোগ, নির্ধারিত হারে চাঁদা না দিলে হুমকি, মারধর, এমনকি গাড়িও আটকে রাখা হয়।
৪ ঘণ্টা আগে