Ajker Patrika

উই সামিটে নারী উদ্যোক্তাদের মিলনমেলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৬: ৫৯
Thumbnail image

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে নারী উদ্যোক্তা সম্মেলন ‘উই সামিট’। আজ শুক্রবার সকালে দুই দিনের এই সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের আয়োজনে এ সম্মেলনে অংশ নিচ্ছেন ই-কমার্স সংশ্লিষ্ট ২ হাজার নারী উদ্যোক্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পদে নারীরা নিজেদের যোগ্যতায় জায়গা করে নিচ্ছেন। নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্য ভালো। নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সারা দেশে প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে সরকার।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে নারীরা প্রযুক্তিবান্ধব ব্যবসা করছেন। আইসিটি বিভাগের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন তাঁরা।

সম্মেলনে নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিকল্পনা প্রণয়ন, কম দামে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা, পণ্য সরবরাহ সমস্যা, ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থায়ন, ফেসবুকে পণ্যের প্রসার, ছবি ও ভিডিওর মাধ্যমে পণ্যের প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। অনলাইনেও এসব কর্মশালা চলছে। সম্মেলনের দ্বিতীয় দিনে সেরা ২০ নারী উদ্যোক্তাকে দেওয়া হবে ‘জয়ী’ সম্মাননা। নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবাও প্রদর্শন করা হচ্ছে সম্মেলনে।

উই সামিট সম্পর্কে উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের সভাপতি নাসিমা আক্তার বলেন, ‘নারীদের প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার জন্য উই শুরু থেকেই কাজ করছে। এই উদ্যোক্তা সম্মেলন নারীদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত