নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে নারী উদ্যোক্তা সম্মেলন ‘উই সামিট’। আজ শুক্রবার সকালে দুই দিনের এই সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের আয়োজনে এ সম্মেলনে অংশ নিচ্ছেন ই-কমার্স সংশ্লিষ্ট ২ হাজার নারী উদ্যোক্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পদে নারীরা নিজেদের যোগ্যতায় জায়গা করে নিচ্ছেন। নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্য ভালো। নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সারা দেশে প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে সরকার।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে নারীরা প্রযুক্তিবান্ধব ব্যবসা করছেন। আইসিটি বিভাগের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন তাঁরা।
সম্মেলনে নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিকল্পনা প্রণয়ন, কম দামে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা, পণ্য সরবরাহ সমস্যা, ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থায়ন, ফেসবুকে পণ্যের প্রসার, ছবি ও ভিডিওর মাধ্যমে পণ্যের প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। অনলাইনেও এসব কর্মশালা চলছে। সম্মেলনের দ্বিতীয় দিনে সেরা ২০ নারী উদ্যোক্তাকে দেওয়া হবে ‘জয়ী’ সম্মাননা। নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবাও প্রদর্শন করা হচ্ছে সম্মেলনে।
উই সামিট সম্পর্কে উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের সভাপতি নাসিমা আক্তার বলেন, ‘নারীদের প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার জন্য উই শুরু থেকেই কাজ করছে। এই উদ্যোক্তা সম্মেলন নারীদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে নারী উদ্যোক্তা সম্মেলন ‘উই সামিট’। আজ শুক্রবার সকালে দুই দিনের এই সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের আয়োজনে এ সম্মেলনে অংশ নিচ্ছেন ই-কমার্স সংশ্লিষ্ট ২ হাজার নারী উদ্যোক্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পদে নারীরা নিজেদের যোগ্যতায় জায়গা করে নিচ্ছেন। নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্য ভালো। নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সারা দেশে প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে সরকার।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে নারীরা প্রযুক্তিবান্ধব ব্যবসা করছেন। আইসিটি বিভাগের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন তাঁরা।
সম্মেলনে নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিকল্পনা প্রণয়ন, কম দামে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা, পণ্য সরবরাহ সমস্যা, ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থায়ন, ফেসবুকে পণ্যের প্রসার, ছবি ও ভিডিওর মাধ্যমে পণ্যের প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। অনলাইনেও এসব কর্মশালা চলছে। সম্মেলনের দ্বিতীয় দিনে সেরা ২০ নারী উদ্যোক্তাকে দেওয়া হবে ‘জয়ী’ সম্মাননা। নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবাও প্রদর্শন করা হচ্ছে সম্মেলনে।
উই সামিট সম্পর্কে উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের সভাপতি নাসিমা আক্তার বলেন, ‘নারীদের প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার জন্য উই শুরু থেকেই কাজ করছে। এই উদ্যোক্তা সম্মেলন নারীদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।’
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে