Ajker Patrika

উত্তরায় ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২০: ১৭
Thumbnail image

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মো. আলমগীর খানকে (৫৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ রোববার (২০ অক্টোবর) বেলা ৩টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আলমগীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৯ নম্বর বাসায় থাকেন। 

উত্তরার দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আলমগীর খানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তারের পর আমাদের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা (১১/৩৬০) এবং উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত