Ajker Patrika

রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই ‘চাঁদাবাজ’ নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০১: ২১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামের দুজন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিলেন। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় নিহতদের ছুরিকাঘাতে দুজন আহত হন।

গণপিটুনিতে নিহতেরা হলেন নাদিম (৩৫) ও মাসুদ (৩০)। এতে আহত হন সোহাগ (২৮)। ছুরিকাঘাতে আহতরা হলেন রিকশাচালক নুর মোহাম্মদ (৩০) ও চা বিক্রেত মনির হোসেন (৩৫)।

ঢাকা মেডিকেলে আহত মনির হোসেন জানান, তিনি সিলেটি বাজারের বাবুলের বাড়িতে ভাড়া থাকেন। তাঁর তিনটি রিকশা রয়েছে। তিনি নিজেও রিকশা চালান। গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে কয়েকজন চা-দোকানদার নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সেদিন নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় তাঁর স্ত্রী বাধা দিলে তাঁকেও ছুরিকাঘাতে আহত করে সন্ত্রাসীর। ওই ঘটনায় নুর মোহাম্মদ কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। এর জের ধরে রাতে আবার হামলা করেন। এতে তাঁরা দুজন আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। এর আগে তাঁদের নামে মামলা করেছিল। ধারণা করা হচ্ছে, মামলার জেরে আজকে কয়েকজন মামলার বাদীসহ দুজনকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দেন। মাসুদ নামের একজন ঘটনাস্থলে মারা যান। সোহাগ ও নাদিম নামের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে নাদিম হাসপাতালে মারা যান। আহত সোহাগ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছেন। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত