Ajker Patrika

সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ: তিন কলেজের অজ্ঞাত ৬০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৭: ৪০
সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ: তিন কলেজের অজ্ঞাত ৬০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

রাজধানীর নিউ মার্কেটের সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের অজ্ঞাত ৬০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ মার্চ) নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে মামলাটি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজাহার গ্রহণ করে আগামী ১২ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

ফারুকুজ্জামান বলেন, ‘নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে গত ৫ মার্চ দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের শক্তি প্রয়োগ করতে হয়েছে। টিয়ারগ্যাস মারতে হয়েছে। তারা পুলিশ বক্স, গাড়ি ভাঙচুর করা হয়। সরকারি সম্পদ ও জানমালে ক্ষতি করায় মামলা করা হয়েছ।’

মামলায় কেউ গ্রেপ্তার আছে কি না জানতে চাইলে এসি শরিফ বলেন, ‘এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। তবে আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজ ও ভিডিও ছবি দেখে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কয়েক দিন পরপর কলেজের শিক্ষার্থীদের এমন সংঘর্ষ বন্ধে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দ্বন্দ্বের স্থায়ী সমাধান করতে আমরা কাজ করছিলাম। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সঙ্গে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা কলেজর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসব। এরপর ধারাবাহিকভাবে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সভা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত