Ajker Patrika

শ্রীপুরে গজারি বন থেকে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৫: ০২
শ্রীপুরে গজারি বন থেকে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে গজারি বন থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে রাজাবাড়ী ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের ঘন গজারি বনের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, রোববার সকালে স্থানীয়রা বনের পাশ দিয়ে হাঁটাচলার সময় ভেতর থেকে গন্ধ পায়। এরপর ভেতরে ঢুকে মরদেহটি দেখতে পায়। শ্রীপুর থানার পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক তিন-চার দিন আগে ওই নারীকে দুর্বৃত্তরা হত্যা করে এবং কোনো এক সময় লাশটি ফেলে গেছে। স্থানীয়রা কেউ মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেননি। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত