Ajker Patrika

২৪ ঘণ্টায় নতুন ১৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৪ ঘণ্টায় নতুন ১৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে ডেঙ্গু পরিস্থিত প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৪ জন। এদের মধ্যে ১৮১ জনই রাজধানী ঢাকায়। এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৯৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিল ১৫৩ জন এবং এর আগের দিনের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিলেন ১৪৩। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এই চিত্র দেখা গেছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আট মাসে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ৪০৯ জন। অন্যদিকে চলতি মাসের ২৯ দিনেই রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৯২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারিতে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন। আর চলতি মাসের ২৯ দিনে এক হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন দুই হাজার ২৯২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৬৪৬ জন। রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৬১৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ২৪ জন।

দেশের ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকার দুই সিটি করপোরেশন। প্রতিদিনই অভিযান চালাচ্ছে এডিসের লার্ভা শনাক্ত করতে। এতে জেল–জরিমানাও করা হচ্ছে। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর সার্ভে সপ্তাহ শুরু করেছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত