Ajker Patrika

‘ডিজেল নাই, অকটেন নাই’ নোটিশ ঝুলছে পেট্রল পাম্পে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুলাই ২০২২, ২৩: ২৯
‘ডিজেল নাই, অকটেন নাই’ নোটিশ ঝুলছে পেট্রল পাম্পে

আজ মঙ্গলবার সকাল থেকে মোটরসাইকেল ও গাড়িতে ডিজেল ও অকটেন ক্রয়ের সীমা নির্ধারণ সংবলিত একটি পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ের জন্য মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩ হাজার টাকার অকটেন ও ডিজেল নেওয়া যাবে। পেট্রল পাম্পে এ ধরনের লেখা সংবলিত নোটিশ ঝোলাতেও দেখা গেছে। 

ফেসবুকে ভাইরাল হয়েছে এই ছবিতবে আজকের পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেছেন, পোস্টটি ভুয়া। ডিজেল ও অকটেনের কোটা নির্ধারণের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। কিছু পেট্রল পাম্পের অতি উৎসাহী মালিক জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ভুয়া জিনিসটি ছড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। একাধিক পেট্রল পাম্প মালিকও একই কথা বলেছেন।

মঙ্গলবার রাজধানীর হাজিপাড়া পেট্রল পাম্পে রাত ৯টা ৩০ মিনিটে তোলা ছবি। তবে রাজধানীতে একাধিক এলাকায় ঘুরে দেখা গেছে, পেট্রল পাম্পগুলোতে জ্বালানি নেই বলে নোটিশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিক্রির মতো কোনো জ্বালানি তাদের কাছে নেই।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত