Ajker Patrika

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৯: ০২
ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সোহেল ব্যাপারী (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

সোহেল ব্যাপারীকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী তাজুল ইসলাম জানান, তাঁরা স্টাফ কোয়ার্টার হাজীনগর এলাকায় একটি পাঁচতলা নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রির কাজ করেন। গত চার দিন হলো সোহেল সহযোগী হিসেবে সেখানে কাজে যোগ দিয়েছেন। আজ সকাল ৮টার দিকে তিনি কাজে আসেন। ভবনের চারতলায় কাজ করার সময় সেখান থেকে অসুস্থতার কারণে মাথা ঘুরে নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত সোহেলের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায়। বাবার নাম আনোয়ার হোসেন। বর্তমানে ডেমরার বামৈল এলাকায় স্ত্রী দিনা আক্তার ও এক ছেলেকে নিয়ে থাকতেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে ডেমরা এলাকায় ভবন থেকে পড়ে আহত এক শ্রমিককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত