Ajker Patrika

ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার মহাসড়ক অবরোধ এনসিপির। ছবি: আজকের পত্রিকা
সাভার মহাসড়ক অবরোধ এনসিপির। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেছেন এনসিপির নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেলে মহাসড়ক দুটির সংযোগস্থল নবীনগর ত্রিমোড় জাতীয় স্মৃতিসৌধের সামনে সড়ক অবরোধ করেন তাঁরা। এতে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সাভার মহাসড়ক অবরোধ এনসিপির। ছবি: আজকের পত্রিকা
সাভার মহাসড়ক অবরোধ এনসিপির। ছবি: আজকের পত্রিকা

অপরদিকে মহাসড়কের ধামরাই উপজেলাধীন ধামরাই থানা স্ট্যান্ডেও সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেও বিকেল সাড়ে ৪টায় অবরোধ করেন শিক্ষার্থীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় নির্দেশনার পর সড়ক থেকে সরে আসেন অবরোধকারীরা। বিকেল সাড়ে ৫টা থেকে তাঁরা সড়কের পাশে অবস্থান নিয়ে আছেন।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কেন্দ্রের নির্দেশনায় সড়ক ছেড়ে দিয়েছি। সড়কের পাশে অবস্থান কর্মসূচি চলছে। পরবর্তী কর্মসূচির জন্য কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত