নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলাবাহিনী। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। এতে অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হন। এর আগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ। সে সময় আহত হন সাংবাদিকসহ পাঁচজন।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সোয়া ৮টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহতরা হলেন—শ্যামপুর বহুমুখী স্কূল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), কুমিল্লা ভিক্টরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০), হকার শফিকুল ইসলাম (৪৫), বার্তা ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রাজু আহমেদ (২৫) ও ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮)।
এদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা যায়, বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আহত সাংবাদিক রাজু আহমেদ বলেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আহত শফিকুল ইসলাম বলেন, তিনি হকারি করেন। বিকেল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ছিলেন। রাতে কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে তাঁর পায়ে আঘাত লাগে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বঙ্গভবনের সামনে থেকে পাঁচজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে তিনজনের পায়ে আঘাত রয়েছে। সাউন্ডের কারণে দুজনের কানে আঘাত রয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাত আনুমানিক ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইন থেকে তিনটা গাড়ি নিয়ে রাষ্ট্রপতির ভবনের দিকে যাওয়ার সময় ওয়ালটন মোড়ে একটা গাড়ি নষ্ট হয়ে যায়। বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন হামলায় আহত হন। পরে আহত পুলিশ সদস্যরা মতিঝিল থানায় আশ্রয় নেয়।
আরও পড়ৃন:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলাবাহিনী। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। এতে অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হন। এর আগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ। সে সময় আহত হন সাংবাদিকসহ পাঁচজন।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সোয়া ৮টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহতরা হলেন—শ্যামপুর বহুমুখী স্কূল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), কুমিল্লা ভিক্টরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০), হকার শফিকুল ইসলাম (৪৫), বার্তা ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রাজু আহমেদ (২৫) ও ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮)।
এদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা যায়, বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আহত সাংবাদিক রাজু আহমেদ বলেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আহত শফিকুল ইসলাম বলেন, তিনি হকারি করেন। বিকেল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ছিলেন। রাতে কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে তাঁর পায়ে আঘাত লাগে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বঙ্গভবনের সামনে থেকে পাঁচজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে তিনজনের পায়ে আঘাত রয়েছে। সাউন্ডের কারণে দুজনের কানে আঘাত রয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাত আনুমানিক ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইন থেকে তিনটা গাড়ি নিয়ে রাষ্ট্রপতির ভবনের দিকে যাওয়ার সময় ওয়ালটন মোড়ে একটা গাড়ি নষ্ট হয়ে যায়। বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন হামলায় আহত হন। পরে আহত পুলিশ সদস্যরা মতিঝিল থানায় আশ্রয় নেয়।
আরও পড়ৃন:
টাঙ্গাইলের মির্জাপুরে জমির আইল থেকে ফিরোজ মিয়া (৪৮) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াঘাড়া এলাকায় তাঁর লাশটি পাওয়া যায়। ফিরোজের মাথায় রক্তাক্ত আঘাত ছিল।
১০ মিনিট আগেউত্তরায় বিমান দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাজী মোর্শেদ কাব্য (১৩)। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
২৩ মিনিট আগেবগুলাগাড়িতে জানাজা শুরুর আগে মনছুর বলেন, ‘আমার সাথে তার আইসিইউতে যে কথা হইছে, আমি তাকে বললাম, “তুমি কেন এ কাজ করতে গেলা?” বলে “আমার বাচ্চারা আমার সামনে সব পুইড়া মারা যাচ্ছে, আমি এটা কীভাবে সহ্য করি”। ও সর্বোচ্চ চেষ্টা করছে, কিছু বাচ্চা বের করছে, আরও কিছু বাচ্চা বের করার চেষ্টায় ছিল।’
২৯ মিনিট আগেশিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করার সাত ঘণ্টা পর তা স্থগিত করল আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা
৩৫ মিনিট আগে