নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলাবাহিনী। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। এতে অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হন। এর আগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ। সে সময় আহত হন সাংবাদিকসহ পাঁচজন।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সোয়া ৮টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহতরা হলেন—শ্যামপুর বহুমুখী স্কূল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), কুমিল্লা ভিক্টরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০), হকার শফিকুল ইসলাম (৪৫), বার্তা ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রাজু আহমেদ (২৫) ও ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮)।
এদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা যায়, বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আহত সাংবাদিক রাজু আহমেদ বলেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আহত শফিকুল ইসলাম বলেন, তিনি হকারি করেন। বিকেল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ছিলেন। রাতে কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে তাঁর পায়ে আঘাত লাগে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বঙ্গভবনের সামনে থেকে পাঁচজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে তিনজনের পায়ে আঘাত রয়েছে। সাউন্ডের কারণে দুজনের কানে আঘাত রয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাত আনুমানিক ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইন থেকে তিনটা গাড়ি নিয়ে রাষ্ট্রপতির ভবনের দিকে যাওয়ার সময় ওয়ালটন মোড়ে একটা গাড়ি নষ্ট হয়ে যায়। বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন হামলায় আহত হন। পরে আহত পুলিশ সদস্যরা মতিঝিল থানায় আশ্রয় নেয়।
আরও পড়ৃন:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলাবাহিনী। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। এতে অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হন। এর আগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ। সে সময় আহত হন সাংবাদিকসহ পাঁচজন।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সোয়া ৮টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহতরা হলেন—শ্যামপুর বহুমুখী স্কূল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), কুমিল্লা ভিক্টরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০), হকার শফিকুল ইসলাম (৪৫), বার্তা ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রাজু আহমেদ (২৫) ও ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮)।
এদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা যায়, বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আহত সাংবাদিক রাজু আহমেদ বলেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আহত শফিকুল ইসলাম বলেন, তিনি হকারি করেন। বিকেল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ছিলেন। রাতে কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে তাঁর পায়ে আঘাত লাগে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বঙ্গভবনের সামনে থেকে পাঁচজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে তিনজনের পায়ে আঘাত রয়েছে। সাউন্ডের কারণে দুজনের কানে আঘাত রয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাত আনুমানিক ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইন থেকে তিনটা গাড়ি নিয়ে রাষ্ট্রপতির ভবনের দিকে যাওয়ার সময় ওয়ালটন মোড়ে একটা গাড়ি নষ্ট হয়ে যায়। বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন হামলায় আহত হন। পরে আহত পুলিশ সদস্যরা মতিঝিল থানায় আশ্রয় নেয়।
আরও পড়ৃন:
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৫ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৮ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১১ ঘণ্টা আগে