নিজস্ব প্রতিবেদক ঢাকা
জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুজনকে ফের একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার অন্য আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকী।
বিকেলে দুই আসামিকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে তাঁদের তিন দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১০ নভেম্বর তাঁদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়। তিন দিন রিমান্ড নেওয়ার পর আদালতে হাজির করে গত ১৪ নভেম্বর ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁদের মোট তিন দফার রিমান্ডে দেওয়া হলো।
গত ৯ নভেম্বর তাঁদের গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
মামলার সূত্রে জানা যায়, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে রাফাতের নাম বেরিয়ে আসে। এরপরই তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এরপর রাফাতকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। অন্যজনকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুজনকে ফের একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার অন্য আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকী।
বিকেলে দুই আসামিকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে তাঁদের তিন দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১০ নভেম্বর তাঁদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়। তিন দিন রিমান্ড নেওয়ার পর আদালতে হাজির করে গত ১৪ নভেম্বর ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁদের মোট তিন দফার রিমান্ডে দেওয়া হলো।
গত ৯ নভেম্বর তাঁদের গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
মামলার সূত্রে জানা যায়, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে রাফাতের নাম বেরিয়ে আসে। এরপরই তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এরপর রাফাতকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। অন্যজনকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধার সাঘাটায় ঘরের চালা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনজন নিহত হয়েছেন। উদ্ধার করতে গিয়ে একে একে প্রাণ হারান তাঁরা।
৩ মিনিট আগেএকাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং পাঁচ দফা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে কুয়েট শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় স্থাপিত সংগ্রামের মঞ্চে...
৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ থেকে সব আন্তনগর ট্রেন চালুর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শহরের রেলস্টেশনে শান্তিপূর্ণ অবস্থান ও মতবিনিময় কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
৬ মিনিট আগেময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে ত্রিশালে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
৮ মিনিট আগে