Ajker Patrika

আশুলিয়ায় কারখানা ভাঙচুর: আরও ৯ মামলায় আসামি দুই হাজার 

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার 
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৮: ৩৫
আশুলিয়ায় কারখানা ভাঙচুর: আরও ৯ মামলায় আসামি দুই হাজার 

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে কারখানা ভাঙচুরের ঘটনায় আরও নয়টি মামলা হয়েছে। গত শুক্রবার ও গতকাল (শনিবার) আশুলিয়া মডেল থানায় এসব মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করা হয়েছে। 

এর আগে গত রোববার (৫ নভেম্বর) পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ওই তিন মামলায় অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করা হয়।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দায়ের করা মামলার একটিতে ১৬ জন এজাহার নামীয় আসামি রয়েছে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পোশাকশ্রমিক বেশে দুষ্কৃতকারী। 

জানা যায়, আন্দোলনের সময় অনেক কারখানাতে শ্রমিকেরা বিক্ষোভ না করলেও কাজ না করে বসে থেকেছেন। আবার কোনো কোনো কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকেরা ভাঙচুর করেছেন। এ অবস্থায় গতকাল শনিবার ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

 আশুলিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো এআর জিনস, শারমিন গ্রুপের শারমিন ফ্যাশনস-১ ও শারমিন ফ্যাশনস-২, জিমেক্স ক্লোথিং, সাউদার্ন ক্লথিং, এন আর ক্রিয়েশনস, ডেকো ডিজাইন, ডেকো ওয়াসিং, হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড, অ্যাপারেলস গ্যালারি, রিফাত গার্মেন্টস এবং এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইংসহ ১৪টি পোশাককারখানা। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি শান্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা বেশ কিছু কারখানা আজ রোববার খুলে দেওয়া হয়। এসব কারখানার শ্রমিকেরা আবার কাজে ফিরেছেন। এ ছাড়া আরও ৬০ টির মতো কারখানা বন্ধ ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত