Ajker Patrika

অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২২: ৪০
অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় আব্দুল কাদের (৪০) নামের এক চালক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকার একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় আব্দুল কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত কাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নান্দুরা গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে। স্ত্রী নাজমা ও দুই ছেলে, এক মেয়েকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় থাকতেন।

গ্যারেজ মালিক মো. লিটন জানান, বিকেলের দিকে বৃষ্টিতে ভিজে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেন কাদের। শরীর ভেজা অবস্থায় গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীতে গ্যারেজে বিদ্যুতায়িত হন এক রিকশাচালক। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত